যেভাবে ক্রুইফে মজেছিলেন বার্সা কোচ

ক্রুইফের আদর্শেই দল গড়তে চান সেতিয়েন। ছবি : টুইটার
ক্রুইফের আদর্শেই দল গড়তে চান সেতিয়েন। ছবি : টুইটার
>ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের প্রতি নিজের মুগ্ধতার কথা আরেকবার সবাইকে স্মরণ করিয়ে দিলেন বার্সার বর্তমান কোচ কিকে সেতিয়েন

ক্রুইফের অনুসারী হিসেবে তাঁর নামডাক সর্বত্র।

বার্সার সাবেক কিংবদন্তি খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফ যেভাবে বার্সাকে গড়ে তুলেছিলেন, যেভাবে কাতালান ক্লাবটাকে খেলাতেন, একই ভাবে নিজের দলকে খেলান সেতিয়েনও। রিয়াল বেতিস, লাস পালমাসে সেভাবে খেলিয়েই সুনাম কুড়িয়েছিলেন। ক্রুইফের মতো দলকে 'ইতিবাচক ফুটবল' খেলান, যোগ্যতার তালিকায় এই এক জিনিস থাকার কারণেই গোটা ক্যারিয়ারে তেমন কিছু না জেতা এই কোচ চাকরি পেয়েছেন বার্সেলোনার। বার্সেলোনায় এসে আবারও ক্রুইফের প্রতি নিজের দুর্বলতার কথা স্বীকার করেছেন এই কোচ।

নিজের কোচ হওয়ার পেছনে ক্রুইফের যে কত বড় ভূমিকা, সেটাই স্বীকার করেছেন সেতিয়েন, 'ক্রুইফের বার্সেলোনার খেলা দেখার আগে আমি ফুটবল খেলার কলাকৌশল নিয়ে অতো বেশি মাথা ঘামাতাম না। আমি শুধু খেলার জন্যই খেলতে যেতাম। খেলার মাঝেও যে চিন্তা করার এত বিষয় আছে, সেটা জানতাম না।'

ক্রুইফের খেলানোর ধরন দেখেই নিজের পরিকল্পনা আস্তে আস্তে তৈরি করতে থাকেন এই কোচ, 'তারপর ফুটবল খেলার কৌশলগত দিক গুলো নিয়ে ভাবা শুরু করলাম। ফুটবল খেলায় কী হয়, কেন হয় – তা নিয়ে গবেষণা করা শুরু করলাম। ঠিক কোনভাবে ফুটবল খেলা উচিত, তাঁর একটা পরিকল্পনা মাথার মধ্যে চিন্তা করা শুরু করলাম। সেই পরিকল্পনা নিয়েই এখনও কাজ করে যাচ্ছি।'

বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে ঠিক একই কারণে ছাঁটাই হয়েছিলেন। ঐ যে, ক্রুইফের মতো খেলাতে পারতেন না! তাঁর অধীনে বার্সা নিজেদের স্বকীয়তা হারাচ্ছিল, এমন একটা অভিযোগ সব সময় মাথায় নিয়ে বেড়িয়েছেন ভালভার্দে। যার চূড়ান্ত মূল্য দিয়েছেন কয়েক মাস আগে, ছাঁটাই হয়ে।

নিজেদের নতুন কোচের মুখ থেকে তাই এসব বুলি শুনে আপাতত বার্সা সমর্থকদের শান্তি পাওয়ারই কথা। এখন দেখা যাক, ক্রুইফের দর্শন বার্সায় ফিরিয়ে এনে কয়টা শিরোপা জিততে পারেন কিকে সেতিয়েন!