রিয়ালেই যাবেন পগবা

গত জুনেই বলেছিলেন নতুন চ্যালেঞ্জ নিতে চান। ছবি: টুইটার
গত জুনেই বলেছিলেন নতুন চ্যালেঞ্জ নিতে চান। ছবি: টুইটার

পল পগবা যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন সেটা, মানুষ বোধহয় ভুলতেই বসেছে। মৌসুমে মাত্র আটবার মাঠে দেখা গেছে তাঁকে। কী এক রহস্যময় চোট পেয়েছেন, এর পর আর মাঠেই নামা হচ্ছে না। অথচ তাঁর পর পা ভেঙেও মাঠে ফিরে এসেছেন আন্দ্রে গোমেজ। পগবার ইউনাইটেডে খেলার ইচ্ছে নেই, সেটাই তাই ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত উইলি সানিয়োলের ধারণাটা সেরকমই।

সাবেক এই ফ্রেঞ্চ ফুটবলারের ধারণা, জিনেদিন জিদানের ডাকে সাড়া দিয়ে এবার ঠিকই রিয়াল মাদ্রিদে আশ্রয় নেবেন পগবা, 'পগবার রিয়াল মাদ্রিদে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। ফ্লোরেন্তিনো পেরেজ এটা চায়, জিদান এটা চায়। পগবাও চায়। আমার ধারণা ম্যানচেস্টার ইউনাইটেডও এতে খুশি হবে। কারণ তাদের তখন আর বড় অংকের বেতন দিতে হবে না। এ টাকা দিয়ে নতুন খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করতে পারবে। সবকিছু প্রস্তুত দলবদলের জন্য। আমি শুধু আশা করি রিয়ালে আমরা ফ্রান্সের পগবার দেখা পাব, ম্যানচেস্টারের পগবাকে না।'


গত জুনেই পগবা বলেছেন, নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। কিন্তু তাঁর সুপার এজেন্ট মিনো রাইওলাও নতুন চ্যালেঞ্জ হাজির করতে পারেননি। এর পর থেকে শুধু চোটেই পড়ছেন পগবা। তাঁকে ছাড়া মৌসুমের বড় একটা সময় কাটিয়ে দিয়েছে ইউনাইটেড। যদিও ক্লাবের পডকাস্টে পগবা আবার ফেরার আশা জানিয়েছিলেন, 'আমি প্রায় প্রস্তুত। এখন ফেরার চিন্তা করছি, দলের সঙ্গে অনুশীলনে ফেরার চিন্তা করছি। আপনাদের খারাপ মনে হতে পারে, কিন্তু আমি ক্যারিয়ারে এমন কিছু খারাপ সময় পার করিনি। এতে বরং আমার ভালো করার ক্ষুধা বাড়ছে। এটা আমাকে দেখাচ্ছে আমি আসলেই ফুটবল কতটা ভালোবাসি।'

করোনাকাল শেষ হলেই বোঝা যাবে, পগবার ফুটবলের প্রতি এই ভালোবাসা ইউনাইটেডের জার্সিতে অনুদিত হয়, নাকি অন্য কোনো ক্লাবেই ভালবাসা ফিরে পেতে চাইবেন এই বিশ্বকাপজয়ী।