গেইলের কথায় 'ধাক্কা' খেয়েছেন সারোয়ান

গেইলের সঙ্গে সম্পর্কটা আর আগের মতো নেই সারোয়ানের। ফাইল ছবি
গেইলের সঙ্গে সম্পর্কটা আর আগের মতো নেই সারোয়ানের। ফাইল ছবি

ক্রিস গেইল রামনরেশ সারোয়ানকে নিয়ে যা যা বলেছেন, তাতে চমকে উঠতেই হয়। ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক সতীর্থকে তিনি প্রতিহিংসাপরায়ণ, অপরিণত বলার পাশাপাশি তাঁকে সাপ, এমনকি করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর বলেছেন তিনি। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াস ছাড়ার পেছনে সারোয়ানের কলকাঠি নাড়াকেই দায়ী করেছিলেন গেইল। কিন্তু সারোয়ান জবাব দিয়ে দিয়েছেন গেইলের প্রতিটি কথারই। একই সঙ্গে গেইলের কথাগুলো যে তাঁর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে, সেটিও উল্লেখ করেছেন তিনি।

এক সময়ের খুব ভালো বন্ধ গেইল–সারোয়ান। অনূর্ধ্ব–১৯ পর্যায়ে একসঙ্গে খেলেছেন দুজন। বন্ধুর কাছ থেকে যে এমন অপবাদ পাবেন, সেটি ভাবেননি সারোয়ান, 'আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই গেইলের সঙ্গে খেলছি। আমি সব সময়ই বলে এসেছি, সে দুর্দান্ত এক প্রতিভা। সবচেয়ে বড় কথা গেইল আমার ভালো বন্ধু। কিন্তু আমার সম্পর্কে সে যা যা বলেছে, সেগুলো আমার জন্য বড় ধাক্কাই হয়ে এসেছে।'
দুজনের সমস্যাটা সিপিএলের দল নিয়ে। এক সময় জ্যামাইকা তালওয়াসের খেলোয়াড় ছিলেন গেইল–সারোয়ান দুজনই। প্রথম চার আসর জ্যামাইকাতে খেলে পরের দুই আসর খেলেছেন সেন্ট কিটসে। তালওয়াসে আবার ফিরলেও তাঁকে আবার ছেড়ে দিয়েছে জ্যামাইকার ফ্র্যাঞ্চাইজিটি। তালওয়াস তাঁকে নাকি সারোয়ানের কূটচালের কারণেই দলে রাখেনি—এমনটাই মনে করেন গেইল। কিন্তু সারোয়ান বলেছেন, গেইলের ভাবনা সম্পূর্ণ ভুল।
গেইলের মন্তব্যের জবাবে একটা বিবৃতিই দিয়ে দিয়েছেন সারোয়ান, 'আমি জানাতে চাই সুনির্দিষ্টভাবে জ্যামাইকা তালওয়াসের দল গঠন ও সিদ্ধান্ত প্রক্রিয়ার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই। ২০২০ সিপিএলে গেইলকে তারা রাখবে কি রাখবে না, এ বিষয়ে আমার কোনো বক্তব্যই ছিল না।'
গেইলের কথাগুলোকে মিথ্যে অপবাদ হিসেবেই দেখেন সারোয়ান, 'নিজের ভিডিওতে গেইল অনেকগুলো মানুষকে মিথ্যে অপবাদ দিয়েছে। তবে আমাকেই লক্ষ্য করে সে বেশিরভাগ কথা বলেছে। গেইল যা বলেছে, সেটি মিথ্যে অপবাদ।'
এদিকে জ্যামাইকা তালওয়াসও এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, চুক্তি শেষ হওয়ার বিষয়ে গেইল যে কথাগুলো বলেছে তাতে তারা হতাশ। ব্যাপারটি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হতো বলে ধারণা ফ্র্যাঞ্চাইজিটির।