লকডাউন ভেঙে ধূমপান, পোকার খেললেন আর্জেন্টাইন ডিফেন্ডার

নাইজেরিয়ার বিপক্ষে সেই গোলের পর মেসির সঙ্গে রোহো। ছবি: রয়টার্স
নাইজেরিয়ার বিপক্ষে সেই গোলের পর মেসির সঙ্গে রোহো। ছবি: রয়টার্স

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার।বাঁচিয়েছিলেন ডিফেন্ডার মার্কোস রোহো। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে তাঁর জয়সূচক গোলেই ২–১ ব্যবধানের জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল আর্জেন্টিনা। সেই রোহো এবার লকডাউন ভেঙে খবরের শিরোনামে।

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার বর্তমানে রয়েছেন আর্জেন্টিনায়। এ মৌসুম পর্যন্ত ধারে খেলছেন দেশের ক্লাব এস্তুদিয়ান্তেসে। করোনাভাইরাস সংক্রমণে খেলা বন্ধ থাকায় সময়টা তাঁর ঘরে কাটানোর কথা। ভুল। বন্ধুদের সঙ্গে চুটিয়ে ধূমপানের পাশাপাশি পোকার খেলতে দেখা গেছে রোহোকে।

লকডাউন ভেঙে বন্ধুদের আড্ডায় রোহো। ছবি: টুইটার
লকডাউন ভেঙে বন্ধুদের আড্ডায় রোহো। ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে রোহোর এমন একটি ভিডিও প্রকাশের পর তা মুছে ফেলা হয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের চোখ এড়ায়নি। রোহোকে এ সময় তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে তিরষ্কার করবে ইংলিশ ক্লাবটি।

ভিডিওতে দেখা যায়, লকডাউন ভেঙে রোহো বন্ধুর সঙ্গে পোকার খেলছেন আর সিগারেট খাচ্ছেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার। করোনা-কালে আর্জেন্টিনায়ে এটি আইনভাঙার শামিল। ১০ মে পর্যন্ত লকডাউন চালু থাকবে আর্জেন্টিনায়।

এমনিতে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশারের নেক নজরে নেই রোহো। এ মৌসুমে প্রিমিয়ার লিগে দলের প্রথম একাদশের হয়ে খেলেছিলেন মাত্র এক ম্যাচ। সুলশারের পরিকল্পনাতে রোহোর না থাকার সম্ভাবনাই বেশি।