অলিম্পিকে ১০ ওভারের ক্রিকেট চান ইংলিশ অধিনায়ক

অলিম্পিকে ক্রিকেট চান এইউন মরগান। ফাইল ছবি
অলিম্পিকে ক্রিকেট চান এইউন মরগান। ফাইল ছবি

অলিম্পিক আর ক্রিকেট দুটি যেন দুই মেরুর জিনিস। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা, অথচ কোনো ক্রীড়া আসরে এটির উপস্থিতি নেই। অলিম্পিকে কখনোই ক্রিকেট ছিল না, তা অবশ্য নয়, ১৯০০ সালের অলিম্পিকে অনেক খেলার একটি ছিল এই ক্রিকেট। অনেকেই বলেন, অলিম্পিক, এশিয়ান গেমসের মতো ক্রীড়া আসরগুলোতে ক্রিকেট না থাকার কারণে এটি সত্যিকার অর্থে বৈশ্বিক খেলা হতে পারছে না। ১২–১২টি দেশের খেলা হয়েই আছে।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান দারুণ এক প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন ক্রিকেটের ১০ ওভারের ফরম্যাট অলিম্পিকের অংশ হতে পারে খুব করেই, 'ক্রিকেটের অন্য তিন ফরম্যাটের চেয়েও টি–১০ ফরম্যাট অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো ক্রীড়া আসরের জন্য খুবই আকর্ষণীয় হতে পারে। এর মূল কারণ টি–১০ ক্রিকেটের পুরো আয়োজনটি আপনি ১০ দিনের মধ্যে সেরে ফেলতে পারেন।'

এর মাধ্যমে ক্রিকেটের প্রসারই উপকৃত হবে বলে মনে করেন মরগান, 'এই টি–১০ ক্রিকেট খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ প্রসার নিশ্চিত করবে। মাত্র ৮–১০ দিনে যদি কোনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়, সেটি দর্শকদের মধ্যেও দারুণ রোমাঞ্চ তৈরি করবে।'

১৯৯৮ সালে কুয়ালালামপুরের কমনওয়েলথ গেমসে ক্রিকেট সংযোজন করা হয়েছিল। সেটি ছিল ৫০ ওভারের ফরম্যাট। এরপর ২০১০ ও ২০১৪ সালে গুয়াংজু ও ইনচনে আয়োজিত এশিয়ান গেমসেও টি–টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হয়েছে। ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অবশ্য মেয়েদের টি–টোয়েন্ট ক্রিকেট অন্যতম আয়োজন হিসেবে রাখা হয়েছে।