ভারতীয় ক্রিকেটারকে 'ঘুসি মারতে' চেয়েছিলেন হেইডেন

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। ছবি: হেইডেনের টুইটার পেজ
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। ছবি: হেইডেনের টুইটার পেজ
>ম্যাথু হেইডেন ও পার্থিব প্যাটেলের সম্পর্ক এখন বেশ ভালো। তবে শুরুতে দুজনের সম্পর্ক এমন ছিল না।

শত্রু তুমি বন্ধু তুমি।

কথাটার ঠিক আক্ষরিক অর্থে নয় দুজনের সম্পর্কের ক্রমটা ঠিক এ রকম। ম্যাথু হেইডেনের সঙ্গে আইপিলের সুবাদে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে পার্থিব প্যাটেলের। শুরুতে কিন্তু এমন ছিল না। ভারতীয় উইকেটরক্ষকের ওপর একবার ভীষণ চটে গিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান। ঘুসি মারার হুমকি দিয়েছিলেন পার্থিবকে।

এখন দুজন দুজনকে বন্ধু হিসেবে সম্বোধন করেন। কিন্তু ১৬ বছর আগে মাঠের একটি পরিস্থিতি ছিল তার উল্টো। পার্থিব নিজেই জানিয়েছেন এ ঘটনা। ভারতের উইকটেরক্ষক ব্যাটসম্যান হিসেবে ১৮ বছর বয়সে প্রথম অস্ট্রেলিয়া সফরে যান পার্থিব। গ্যাবায় সেই ওয়ানডে ম্যাচে একাদশে ছিলেন না তিনি। সে ম্যাচে ১০৯ রান করলেও খুব গুরুত্বপূর্ণ সময়ে ইরফান পাঠানের বলে আউট হন হেইডেন। মেজাজটা তাঁর খিঁচড়ে ছিল। মাঠ ছাড়ার সময় পার্থিব তাঁর পাশ দিয়ে যেতেই বেধে যায় দুজনের।

পার্থিবের মুখেই শুনুন ঘটনাটা, 'ব্রিসবেনে পানি টানছিলাম। ইরফান পাঠান তাকে আউট করে। সেঞ্চুরি পেলেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছিল। তার পাশ দিয়ে যাওয়ার সময় মজা করেই স্লেজিং করেছিলাম। সে ভীষণ রেগে গেল। ব্রিসবেনের ড্রেসিং রুমটা টানেলের মতো। সে ওখানে দাঁড়িয়ে ছিল। আমাকে দেখে বলল “আর একবার এমন করলে মুখে ঘুসি খাবে”। দুঃখিত বলার পর সে চলে গেল।'

আইপিএলে চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুমে পার্থিব-হেইডেনের বোঝাপড়া জমে যায়।'হিন্দুস্তান টাইমস'-এর এক অনুষ্ঠানে এ নিয়ে পার্থিব বলেন, ' সে ব্রিসবেনে আমাকে মারতে চেয়েছিল। কিন্তু পরে আমরা ‍দুজন ভালো বন্ধু হয়ে যাই। সিএসকে-তে আমরা একসঙ্গে খেলেছি। আইপিএল শেষে ইমার্জিং দলের হয়ে অস্ট্রেলিয়ায় গেলে হেইডেন তার বাড়িতে দাওয়াত করে আমাকে চিকেন বিরিয়ানি ও ডাল খাইয়েছিল।'