লা লিগা মাঠে ফেরার দিন-তারিখ ফাঁস

লেগানেস কোচ  হাভিয়ের অগুরি । ছবি: টুইটার
লেগানেস কোচ হাভিয়ের অগুরি । ছবি: টুইটার
>লা লিগা কর্তৃপক্ষ লিগ মাঠে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে লেগানেস কোচ হাভিয়ের অগুরি বলেছেন, লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেই দিনক্ষণ জানতে পেরেছেন তিনি

 করোনাভাইরাস মহামারির রাহু পেছনে ফেলে জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে ১৬ মে। ইউরোপের বাকি সব শীর্ষ লিগও ধীরে ধীরে ফিরতে যাচ্ছে মাঠে।  যদিও ইতালিয়ান সিরি ‌‌‌'আ' বা স্পেনের লা লিগা শুরুর চূড়ান্ত দিনক্ষণ এখনো জানা যায়নি। কিন্তু লা লিগার দল লেগানেসের কোচ হাভিয়ের অগুরির দাবি, লা লিগা কবে মাঠে ফিরছে তা জেনে গেছেন তিনি ।

২০ জুন সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন আবার মাঠে ফিরবে লা লিগা। শেষ হবে আগামী ২৬ জুলাই। লা লিগা কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে অগুরি বলেছেন, লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেই এই দিনক্ষণ জানতে পেরেছেন, ‌'আমরা এরই মধ্যে লিগ শুরুর তারিখ পেয়ে গেছি। ২০ জুন শুরু হচ্ছে লা লিগা। আর শেষ করা হবে পাঁচ সপ্তাহের মধ্যে, মানে ২৬ জুলাই।'

এত দ্রুত কীভাবে লিগের বাকি খেলাগুলো শেষ করা হবে সেটিরও একটি রূপরেখা দিয়েছেন অগুরি, ‌'খেলা হবে শনি-রবি আর বুধ-বৃহস্পতিবার। সব মিলে ১১টি ম্যাচ দিবস। লা লিগা কর্তৃপক্ষ আমাকে এটা জানিয়েছে। এই সিদ্ধান্তে আমি খুব খুশি। আমরা এরই মধ্যে অনুশীলনের সূচিও ব্‌নিয়ে ফেলেছি। আগামীকাল (শনিবার) আমরা অনুশীলন শুরু করব। ভাগ্য ভালো যে আমাদের দলের সবাই করোনা পরীক্ষায় উতরে গেছি।'

দ্রুত লিগ শেষ করতে গিয়ে খেলার নিয়মকানুনে কিছু পরিবর্তনও আনতে হচ্ছে স্পেনের ফুটবল ফেডারেশনকে। খেলোয়াড়দের চোট আর অবসাদমুক্ত রাখতে তিনজনের জায়গায় এখন ম্যাচে পাঁচজন খেলোয়াড় বদলি করতে পারবে দলগুলো। পাঁচজন বদলির বিষয়টি খুব ভালো লেগেছে অগুরির, ‌'এটা আমার কাছে খুব ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। কারণ প্রায় ৮০ দিন ঘরের চার দেয়ালে বন্দী থাকা খেলোয়াড়দের কাছ থেকে পুরো ৯০ মিনিট মাঠে থাকা আশা করা যায় না। এ ছাড়া চোট থেকে খেলোয়াড়দের বাঁচানোর বিষয়ও আছে।'