ঈদের পরই প্রিমিয়ার লিগ চায় কোয়াব

ঈদের পরই প্রিমিয়ার লিগ চায় কোয়াবট্যাগ: ক্রিকেট
ঈদের পরই প্রিমিয়ার লিগ চায় কোয়াবট্যাগ: ক্রিকেট

করোনার কারণে ১৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ কী, এ প্রশ্ন গত দুই মাস ধরেই ঘুরছে। লিগের ভবিষ্যত নিয়ে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও দেশের ক্রিকেটারদের সংগঠন (কোয়াব) চাইছে, ঈদের পরই যেন আবার শুরু করা হয় ঢাকা প্রিমিয়ার লিগ।

আজ বিকেলে নিজেদের মধ্যে একটি ভার্চুয়াল সভা করেছেন কোয়াবের কর্মকর্তারা। সভায় ছিলেন কোয়াব সভাপতি নাঈমুর রহমান, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, সহ–সভাপতি খালেদ মাহমুদ। সভায় বিভিন্ন সময় যোগ দেন আকরাম খান, হাবিবুল বাশার, তামিম ইকবাল, মুমিনুল হক, তুষার ইমরান, এনামুল হক জুনিয়র, জহিরুল ইসলাম, শাহরিয়ার নাফীসও নুরুল হাসান। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত প্রিমিয়ার লিগ শুরুর দাবিতে আজ-কালের মধ্যে বিসিবিকে চিঠি দেবে কোয়াব। সাধারণ সম্পাদক দেবব্রত পাল বললেন, 'স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হয়, সেজন্য আজকালের মধ্যে আমরা সিসিডিএমকে চিঠি দেব।'