সাঙ্গাকারাকে আইসিসির চেয়ারম্যান চায় শ্রীলঙ্কা

ভবিষ্যতে আইসিসি প্রধানের ভূমিকায় দেখা যাবে সাঙ্গাকারাকে? ছবি: এএফপি
ভবিষ্যতে আইসিসি প্রধানের ভূমিকায় দেখা যাবে সাঙ্গাকারাকে? ছবি: এএফপি

আইসিসির শীর্ষ কর্তা আগে ছিলেন প্রেসিডেন্ট, এখন চেয়ারম্যান। তবে কোনো পদেই কখনো দেখা যায়নি কোনো শ্রীলঙ্কানকে। সেই অপেক্ষা ঘোচাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার নাম আইসিসির চেয়ারম্যান পদে প্রস্তাব করতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড।

চাইলেই অবশ্য হবে না। আইসিসির বর্তমান চেয়ারম্যান ভারতের শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হওয়ার কথা এই মাসে। তবে করোনাভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ায় আপাতত সব ক্রিকেটীয় কর্মকাণ্ডই বন্ধ। সে জন্য মনোহরের মেয়াদ আরও কয়েক মাস বাড়তে পারে বলে জানা গেছে আইসিসি সূত্রে। তাঁর উত্তরসূরি হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কলিন গ্রেভসের নাম প্রস্তাব করবে বলে শোনা যাচ্ছে।


ওদিকে সাঙ্গাকারা বর্তমানে দায়িত্ব পালন করছেন ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি হিসেবে। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। তবে করোনাভাইরাসের কারণে সাঙ্গাকারার মেয়াদও আরও এক বছর বাড়বে বলে শোনা যাচ্ছে। সিদ্ধান্তটা হওয়ার কথা আগামী মাসে। সে ক্ষেত্রে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এমসিসির সভাপতির দায়িত্বে থাকবেন সাঙ্গাকারা। এসএলসি এরপরেই তাঁকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এসএলসির সচিব মোহন ডি সিলভা বলেছেন, 'আমরা এমসিসিতে তাঁর মেয়াদ শেষের অপেক্ষায় আছি। সেখানে তাঁর মেয়াদ শেষ হলে শ্রীলঙ্কা বোর্ডে ওঁর অভিজ্ঞতা কাজে লাগতে চাই। একই সঙ্গে আইসিসির শীর্ষ পদেও তাঁর নাম প্রস্তাব করতে চাই।


চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী হলে নির্বাচন হওয়ার নিয়ম আইসিসিতে। সে ক্ষেত্রে সমমনা অন্য বোর্ডগুলোর সমর্থন চাইবে এসএলসি, 'আমরা যখন তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেব, তখন অন্য বোর্ডগুলোর কাছ থেকে আশা করি সমর্থন পাব।'