দেশের আরেক সাবেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত। ছবি: সংগৃহীত
সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত। ছবি: সংগৃহীত

আশিকুর রহমানের পর আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়কত্ব করেছেন।

২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজীব একটি বেসরকারির প্রতিষ্ঠানে কর্মরত। সপ্তাহখানেক আগে সপরিবারে তিনি ফরিদপুরের সদরপুরে তাঁর শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কাল সেখানেই তাঁর করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তাঁর মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন। চিকিৎসা চলছে বাড়িতেই।

নিজের চেয়ে সজীব বেশি চিন্তিত হয়ে পড়েছেন পরিবারকে নিয়ে, 'আমি এখনো সুস্থ আছি। তবে পরিবার নিয়ে বেশি চিন্তিত। আইসোলেশনটা নিয়ে বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে।'

সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারিপুরে পাঠাতে আগ্রহী। সে জন্য দুই জেলার প্রশাসনের অনুমতির প্রয়োজন। সজিবের সঙ্গে যোগাযোগ রাখা ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বললেন, 'মাদারীপুর কোয়াবের সাধারণ সম্পাদক আমির বাবুর মাধ্যমে তাকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি। সে আইসোলেশনের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। আমরা চেষ্টা করছি এটা নিয়ে কী করা যায়।'