লোশন কিনতে গিয়ে কী বিপদেই না পড়লেন তিনি

সামান্য লোশন কিনতে গিয়ে বড় ঝামেলায় পড়েছেন কোচ হেলরিখ। ছবি: টুইটার
সামান্য লোশন কিনতে গিয়ে বড় ঝামেলায় পড়েছেন কোচ হেলরিখ। ছবি: টুইটার

অপেক্ষা ফুরাচ্ছে কাল। প্রায় দুই মাসের বিরতির পর ক্লাব ফুটবল ফিরছে ইউরোপের বড় লিগগুলোর একটিতে। আগামীকালই মাঠে নেমে পড়বে বুন্দেসলিগার ১২ দল। এমন এক মুহূর্তটা হাতছাড়া হচ্ছে হেইকো হেরলিখের। কারণ, টুথপেস্ট আর লোশন কিনতে বেরিয়ে পড়েছিলেন তিনি!

অগসবুর্গকে তাই কাল মাঠে নামতে হবে প্রধান কোচ ছাড়াই। ভলফসবুর্গের বিপক্ষে হেরলিখকে না পাওয়ার খবরটি ক্লাবই জানিয়ে দিয়েছে সবাইকে। গতকাল বৃহস্পতিবার দলের হোটেল থেকে বের হয়ে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম ভেঙেছেন কোচ। আর তারই ফল পোহাতে হচ্ছে তাঁর ক্লাবকে।

জার্মান ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, 'আজ (গতকাল) অগসবুর্গের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হেইকো হেরলিখ জানিয়েছেন কিছুক্ষনের জন্য দলের হোটেল ছেড়েছিলেন তিনি। এতে খেলা চালাতে পরিষ্কার পরিছন্নতার জন্য় কোয়ারেন্টিনের যে নিয়ম সৃষ্টি করা হয়েছে তা ভেঙেছেন তিনি।'

হেরলিখ নিজেই ভুল স্বীকার করে নিয়েছেন এভাবে, 'আমাদের সবার নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের মাস্ক পরতে হবে। এখন একটি হোটেলে কোয়ারেন্টিনে আছি। আমাদের হোটেল ছাড়ায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু কিছু সময় আছে যখন আপনাকে বের হতেই হয়। আমার টুথপেস্ট আর হাতের লোশন শেষ হয়ে গিয়েছিল। তাই কাছের সুপারমার্কেটে গিয়েছিলাম, আমি নাম বলব না। যাওয়ার পথে খেয়াল হলো, আমি মাস্ক পরতে ভুলে গিয়েছি, তাই সেটা নিতে আবার ফিরেছি।'

ততক্ষণেই যা ভুল হওয়ার হয়ে গেছে, 'আমি হোটেল থেকে বের হয়েই ভুল করেছি। আমি যদি সব নিয়ম মেনে চলতাম তবু লাভ হতো না। এই ঘটনায় আমি আমার দল ও মানুষের জন্য আদর্শ হতে পারিনি। এ কারণে আমার ভুল স্বীকার করছি। এ ভুলের কারণে আগামীকাল অনুশীলনে থাকব না এবং ভলসবুর্গের বিপক্ষে ম্যাচেও দায়িত্বে থাকব না।'

হেলরিখের জন্য দুঃখজনক হলো, কালই অগসবুর্গের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়ানোর কথা ছিল তাঁর। গত ১০ মার্চ লিগে ১৪তম অবস্থানে থাকা অগসবুর্গের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এর পর খেলা মাঠে গড়ায়নি। এখন অন্তত দুটি পরীক্ষায় নিজেকে করোনা নেগেটিভ প্রমান করে তবে দলে যোগ দিতে পারবেন। অগসবুর্গে তাঁর শুরুটা মোটেও আদর্শ হলো না!