আফ্রিদির চোখে মুশফিক সত্যিকারের নায়ক

মাঠে বাংলাদেশ আর পাকিস্তানের জার্সিতে লড়ে যাওয়া মুশফিক-আফ্রিদিই মানুষের প্রয়োজনে দাঁড়ালেন পাশাপাশি। ছবি: ফাইল ছবি
মাঠে বাংলাদেশ আর পাকিস্তানের জার্সিতে লড়ে যাওয়া মুশফিক-আফ্রিদিই মানুষের প্রয়োজনে দাঁড়ালেন পাশাপাশি। ছবি: ফাইল ছবি

করোনাভাইরাসে দুর্গতদের সাহায্য করতে এগিয়ে এসেছেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে গলে যে ব্যাট দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছিলেন, সেই ব্যাটটি নিলামে বিক্রি করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। সেই ব্যাটটির নিলামে হয়ে গেল মানুষের প্রয়োজনে ক্রিকেটের এগিয়ে আসার বিজ্ঞাপন। মুশফিকের ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনেছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদির ফাউন্ডেশন।

কেন কিনেছেন, সেটির ব্যাখ্যার তো আর দরকার পড়ে না। করোনাভাইরাসের সময়ে এমনিতেই অনেকবার মানুষের পাশে দাঁড়িয়ে শিরোনামে এসেছেন আফ্রিদি। মুশফিকের ব্যাটটি কেনার নেপথ্যেও সেই অনুভূতিই কাজ করেছে পাকিস্তান কিংবদন্তির মনে।
ব্যাট কেনার পর মুশফিককে ধন্যবাদ জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন আফ্রিদি। যেটি ফেসবুকে মুশফিকের পেইজে দেওয়া হয়েছে। সেখানে আফ্রিদি বলেছেন, ‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এমন কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।’

পাকিস্তানের হলেও বাংলাদেশের মানুষের কাছেও অনেক প্রিয় আফ্রিদি। বাংলাদেশে এলে গ্যালারিতে-রাস্তায় ভালোবাসায় ভিজেছেন বারবার। সেটিও মনে আছে আফ্রিদির, ‘অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথচলায়।’

শেষে আফ্রিদির প্রার্থনা, ‘আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’