সৌরভ 'দাদাগিরি' করতে পারেন আইসিসিতেও

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি

'‌দাদা'—শব্দটি যেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। ভারতের ক্রিকেটের একমাত্র‌ ‌'দাদা' তিনি। ‌'দাদাগিরি' করেছেন ভারতের টেলিভিশন তথা ‌'ছোট পর্দায়'। তবে সিনেমার ‌'বড় পর্দায়' অবশ্য ‌'দাদাগিরি' করা হয়নি তাঁর। তবে এখন তিনি ‌'দাদাগিরি' করছেন ভারতের ক্রিকেট বোর্ডে। বিসিসিআইকে যদি ‌‌'ছোট পর্দা' ধরেন, আর আইসিসিকে ‌'বড় পর্দা'; তাহলে ক্রিকেটের ছোট পর্দা ছাপিয়ে সৌরভ ‌'দাদাগিরি' করতে পারেন ক্রিকেটের বড় পর্দায়ও! এমন ভবিষ্যদ্বাণী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারের।

অভিজ্ঞ গাওয়ার এমন ভবিষদ্বাণী এমনি এমনিতেই করেননি। এ গাঙ্গুলী যেমন দক্ষতার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন, সেটা দেখেই গাওয়ারের এমনটা মনে হয়েছে। এ ছাড়া সৌরভের মধ্যে আইসিসির প্রশাসন চালানোর মতো যথেষ্ট রাজনৈতিক প্রজ্ঞাও চোখে পড়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের।
সব মিলিয়ে গাওয়ার বলেছেন, ‌'আমি মনে করি সে খু-উ-ব ভালো মানুষ। একই সঙ্গে (আইসিসি চালানোর মতো) রাজনৈতিক দক্ষতাও তার আছে। আমার তো মনে হয় আইসিসি চালানোর মতো মানসিক সক্ষমতা তার আছে এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। সে ভালো করবে বলেই মনে হয় আমার।'
বিসিসিআইতে সৌরভের কাজ দেখে মুগ্ধ গাওয়ার। আর সেটা দেখেই মনে হয়েছে সৌরভ আইসিসিকেও খুব ভালোভাবে চালাতে পারবেন, ‌‌'বিসিসিআই চালানোর ক্ষেত্রে সৎ থাকাটাই আসল কথা। আইসিসির প্রধান হওয়াটা সম্মানের একটা বিষয়। আইসিসির অনেক কিছু করার আছে। কিন্তু বিসিসিআইয়ের প্রধান হওয়াটা অনেক বড় ব্যাপার।'
সৌরভকে সেই খেলোয়াড়ি জীবন থেকে জানেন গাওয়ার। তাঁর সঙ্গে সম্পর্ক থেকেই গাওয়ারের বিশ্বাস সৌরভ বড় কিছু করতে সক্ষম, ‌'সাম্প্রতিক বছরগুলোয় তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। সে অনেক ভালো ক্রিকেটার ছিল। তার রেকর্ডই সেটা বলে দেয়। কিন্তু বিসিসিআই চালাতে আরও অনেক কিছু লাগে। তার যে সুনাম আছে, শুরু করার জন্য সেটা জরুরি। কিন্তু আপনাকে খুব ভালো রাজনীতিকও হতে হবে!'
সৌরভের রাজনীতিক সে্ই প্রজ্ঞা আছে বলেই তাঁকে আইসিসির ভবিষ্যৎ প্রধান ভাবতে পারছেন গাওয়ার!