এবার রুবেলের 'ঈদ উপহার'

বাগেরহাটের মানুষের জন্য রুবেল হোসেনের ঈদ উপহার। ছবি: রুবেলের ফেসবুক পেজ
বাগেরহাটের মানুষের জন্য রুবেল হোসেনের ঈদ উপহার। ছবি: রুবেলের ফেসবুক পেজ

পেসারদের মন নাকি শক্ত হয়। কঠোর। সহজে গলে না। ব্যাটসম্যানদের গতির আগুনে পোড়াতে হয় তাই। রুবেল হোসেন জানেন কীভাবে পোড়াতে হয়, তবে মানুষের দুঃখ, দুর্দশায় তাঁর মন কতটা পোড়ে, মানুষ তা ভালো করে জানছে এই করোনা-কালে।

রুবেলের ঈদ উপহার। ছবি: রুবেলের ফেসবুক পেজ
রুবেলের ঈদ উপহার। ছবি: রুবেলের ফেসবুক পেজ

করোনাভাইরাস মহামারি হয়ে ওঠার শুরু থেকেই লড়ে যাচ্ছেন রুবেল। সাহায্য করছেন নিম্ন আয়ের মানুষকে। মিরপুরে নিজে খাবার দিয়েছেন দুঃস্থদের। আর নিজের অঞ্চল বাগেরহাটের মানুষদের সাহায্য করছেন ধারাবাহিকভাবে। সেই ধারায় এবার বাগেরহাটে ৩০০ মানুষের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হলেন জাতীয় দলের এ পেসার।

উপহার বিলিয়ে দিচ্ছেন রুবেল। ছবি: রুবেলের ফেসবুক পেজ
উপহার বিলিয়ে দিচ্ছেন রুবেল। ছবি: রুবেলের ফেসবুক পেজ

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল, 'করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার বাগেরহাটে ৩০০ টা দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।'

বাগেরহাটের মানুষকে এর আগেও সাহায্য করেছেন রুবেল। ছবি: রুবেলের ফেসবুক পেজ
বাগেরহাটের মানুষকে এর আগেও সাহায্য করেছেন রুবেল। ছবি: রুবেলের ফেসবুক পেজ

নিজ হাতে ঈদ উপহার দেওয়ার ছবিও পোষ্ট করেছেন রুবেল। বাগেরহাটে এর আগে দু-বার করে ৩৫০জন দুঃস্থ মানুষদের খাবার দিয়েছেন তিনি। এ ছাড়া ২০টি ইনফ্রারেড থার্মোমিটারও উপহার দিয়েছেন নিজ জেলায়। গত মাসে রুবেলের পাঠানো থার্মোমিটার বিতরণ করেছে বাগেরহাট প্রশাসন।