যেভাবে শুরু হলো করোনাকালের ফুটবল

অবশেষে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জাগল খেলার প্রাণ। করোনাভাইরাসে থমকে যাওয়া ফুটবলাঙ্গন আড়মোড়া ভাঙল আজ। গুনে গুনে ৬৫ দিন পর মাঠে ফিরল জার্মান বুন্দেসলিগা। প্রত্যাবর্তনের দিনের প্রথম গোলটা আর্লিং ব্রুট হরল্যান্ড ছাড়া আর কারই বা হতে পারত!

শালকেকে ৪-০ গোলে হারিয়ে বুন্দেসলিগার প্রত্যাবর্তন রাঙিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। জোড়া গোল করেছেন রাফায়েল গেরেরো, একটি গোল থরগান হ্যাজার্ডের। তবে এই প্রত্যাবর্তনের কোনোকিছুতেই ছিল না আগের গমগমে পরিবেশ। দর্শকহীন মাঠ, খেলা চলার সময় কোনো শব্দ নেই, শশ্মানের মতো নীরবতা। জীবানুমুক্ত বল, দূরত্ব মেনে গোল উদযাপন, এসব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতাই হলো টিভির দর্শকদের। আসুন ছবিতে তা দেখে নেই:

গোলের পর ‍উদযাপন হরল্যান্ডের। সামাজিক দূরত্ব মেনে উপভোগ করলেন তাঁর সতীর্থরাও। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
গোলের পর ‍উদযাপন হরল্যান্ডের। সামাজিক দূরত্ব মেনে উপভোগ করলেন তাঁর সতীর্থরাও। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
জীবাণুমক্ত বল। ম্যাচের আগে। ছবি: টুইটার
জীবাণুমক্ত বল। ম্যাচের আগে। ছবি: টুইটার
চলছে বল জীবাণুমক্ত করার কাজ। বিরতির সময় এই জীবাণুমুক্ত করার কাজ চলে। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
চলছে বল জীবাণুমক্ত করার কাজ। বিরতির সময় এই জীবাণুমুক্ত করার কাজ চলে। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
ইদুনা পার্কের ফাঁকা গ্যালারি।করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে খেলা শুরু হয়েছে দর্শকহীন মাঠে। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
ইদুনা পার্কের ফাঁকা গ্যালারি।করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে খেলা শুরু হয়েছে দর্শকহীন মাঠে। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
মাঠে দর্শক নেই। তবু জয়ের পর প্রথা মেনে দর্শকদের প্রতি এই নৈবেদ্য দিতে ভোলেননি ডর্টমুন্ডের ‍ফুটবলাররা। ছবি: বিভিবি টুইটার পেজ
মাঠে দর্শক নেই। তবু জয়ের পর প্রথা মেনে দর্শকদের প্রতি এই নৈবেদ্য দিতে ভোলেননি ডর্টমুন্ডের ‍ফুটবলাররা। ছবি: বিভিবি টুইটার পেজ
সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে করোনাভাইরাস থেকে বাঁচতে। কিন্তু খেলার মাঠে কী তা সম্ভব! সেটাও আবার ফুটবল খেলায়। ম্যাচের একটি দৃশ্য। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে করোনাভাইরাস থেকে বাঁচতে। কিন্তু খেলার মাঠে কী তা সম্ভব! সেটাও আবার ফুটবল খেলায়। ম্যাচের একটি দৃশ্য। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
ডাগ আউটে দূরত্ব মেনেই বসেছেন কোচ ও স্টাফরা। ছবি: টুইটার
ডাগ আউটে দূরত্ব মেনেই বসেছেন কোচ ও স্টাফরা। ছবি: টুইটার
জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবানুমুক্ত করা হচ্ছে বল। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবানুমুক্ত করা হচ্ছে বল। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
বল জীবাণুমুক্ত রাখার কাজটি ম্যাচ অফিশিয়ালরাই করে থাকেন।ম্যাচের এক ফাঁকে। ছবি: টুইটার
বল জীবাণুমুক্ত রাখার কাজটি ম্যাচ অফিশিয়ালরাই করে থাকেন।ম্যাচের এক ফাঁকে। ছবি: টুইটার
আগের সেই দিন আর নেই। গোল করেই সতীর্থদের বুকে জড়িয়ে উদযাপন। করোনা-কালে গোলের আনন্দ কনুইয়ে কনুই মিলিয়ে উদযাপন করলেন ডর্টমুন্ডের ফুটবলাররা। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
আগের সেই দিন আর নেই। গোল করেই সতীর্থদের বুকে জড়িয়ে উদযাপন। করোনা-কালে গোলের আনন্দ কনুইয়ে কনুই মিলিয়ে উদযাপন করলেন ডর্টমুন্ডের ফুটবলাররা। ছবি: বুন্দেসলিগা টুইটার পেজ
হরল্যান্ডের গোল উদযাপন। সামাজিক দূরত্ব মেনে চলল কিছুক্ষণ। ছবি: ডর্টমুন্ড টুইটার পেজ
হরল্যান্ডের গোল উদযাপন। সামাজিক দূরত্ব মেনে চলল কিছুক্ষণ। ছবি: ডর্টমুন্ড টুইটার পেজ