ইমরান খান হতে চান বাবর

অধিনায়ক হিসেবে স্বপ্নটা বেশ বড় বাবরের। ছবি: আইসিসি
অধিনায়ক হিসেবে স্বপ্নটা বেশ বড় বাবরের। ছবি: আইসিসি

টি-টোয়েন্টির পাশাপাশি সম্প্রতি ওয়ানডে অধিনায়কও হয়েছেন বাবর আজম। তবে ওয়ানডেতে এখনো দলকে মাঠে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তাঁর। কিন্তু দায়িত্ব বুঝে পেয়েই নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে ইমরান খানকেই আদর্শ মানবেন, চাইবেন তাঁর ধরণটাই পাকিস্তান ক্রিকেটে ফেরাতে।

ওয়ানডেতে পাকিস্তানের র‍্যাঙ্কিং (ছয়) আরও ভালো করাকে প্রাথমিক দায়িত্ব মানছেন বাবর, ‘আমাকে ওয়ানডে অধিনায়ক বানানোয় বোর্ডের কাছে কৃতজ্ঞ আমি। আমি এর আগে অনূর্ধ ১৯ দল ও টি-টোয়েন্টি দলকে নেতৃতে দিয়েছি। এই সংস্করণে যখন র‍্যাঙ্কিংয়ের দিকে তাকাই, তখন ব্যাপারটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তাই আমার প্রথম কাজ হলো সেরা তিনে দলকে তুলে আনা। বোর্ড ভেবেছে আমি প্রস্তুত এবং এ কারণে আমাকে এ দায়িত্ব দিয়েছে। আমি প্রস্তুত।’

সংবাদ মাধ্যমকে বাবর নিজের অদূর ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়েছেন। আর সেটা হলো দলে সবার মধ্যে আরও ধিরস্থির ভাব আনা। সেটা করার জন্য ইমরান খানকেই তাঁর আদর্শ মনে হচ্ছে, ‘অধিনায়ক হতে চাইলে ঠান্ডা মানসিকতার হতে হয়। দলের ভার বয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর ব্যাপারে নিখুঁত হতে হয়। নিজের মধ্যে নিয়ন্ত্রন থাকতে হয়। ভেতরে ভেতরে রাগ হলেও নিয়ন্ত্রণ রাখতে হয়। অনূর্ধ-১৯ ক্রিকেটে আমি এটা শিখেছি। মাঠে নিজের আগ্রাসণ কমিয়ে আনতে হয় এবং অন্যদের সাহস দিতে হয়। খেলোয়াড়দের এক শ দশ ভাগ সমর্থন দিলে তারা ঠিক ততটাই ফেরত দেবে। আমি আক্রমণাত্মক অধিনায়ক হতে চাই। আমি ইমরান খানের স্টাইল গ্রহণ করতে চাই।’