এ দুঃখ বোনের সঙ্গে নাচের চেয়েও বেশি

দর্শকহীন মাঠে ফুটবলাদের দূরত্ব মেনে গোল উদযাপন। প্রাণহীন দৃশ্য। ছবি: বুন্দেসলিগা টুইটার
দর্শকহীন মাঠে ফুটবলাদের দূরত্ব মেনে গোল উদযাপন। প্রাণহীন দৃশ্য। ছবি: বুন্দেসলিগা টুইটার

বুন্দেসলিগা শুরু করে দিয়েছে। ইউরোপের বাকি শীর্ষ চার লিগও আছে সে পথে। কিন্তু খেলা হবে দর্শকহীন স্টেডিয়ামে। যেন সব থেকেও কিছুই নেই!

দর্শক খেলার প্রাণ। সেই প্রাণটা-ই যদি মাঠে না থাকে তাহলে খেলাটাও লাগে ম্যাড়ম্যাড়ে। বার্সেলোনার সাবেক কোচ লুই এনরিকের কাছে এভাবে ফুটবল খেলা 'বোনের সঙ্গে নাচের চেয়েও দুঃখের।'
ইউরোপে অনুশীলনে ফিরতে শুরু করেছে ফুটবল ক্লাব। যদিও অনুশীলন করা না করা নিয়ে দ্বিধায় ভুগছেন ফুটবলাররা। স্পেনের কোচ এনরিকে জানান, তিনি এ সময়ে ‍ফুটবলার হলে মাঠে ফিরতে চাইতেন। করোনা মহামারি তাঁকে ভীত করত না।
ইউটিউব চ্যানেল কোলগাদোস দেল আরোকে এনরিকে বলেন, 'জার্মানির কিছু ম্যাচ দেখলাম। দেখে খারাপই লেগেছে। দর্শকহীন মাঠে খেলার নিজের বোনের সঙ্গে নাচার চেয়েও বেশি কষ্টের। তবে এটা বুঝতে হবে ফুটবল হলো ব্যবসা, আর লকডাউনের এ সময়টা কাটিয়ে উঠতে তা সাহায্য করবে।'
বার্সাকে 'ট্রেবল' জেতানো এ কোচ বাস্কেটবল, টেনিস ও ফুটবল নিয়ে কথা বলেন। রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের ভক্ত হওয়ার পরও তাঁকে পছন্দের কথা জানান এনরিকে।