কোহলিরা প্রথমবারের মতো বিদেশে গোলাপি বলে খেলবেন ডিসেম্বরে

কোহলিরা প্রথমবারের মতো বিদেশে গোলাপি বলে খেলবেন আগামী ডিসেম্বরে। ফাইল ছবি
কোহলিরা প্রথমবারের মতো বিদেশে গোলাপি বলে খেলবেন আগামী ডিসেম্বরে। ফাইল ছবি

ভারত প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলেছে গত নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্ট দিয়ে দিবারাত্রির টেস্ট শুরু করা কোহলিরা বিদেশে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবেন আগামী ডিসেম্বরে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি। তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে আগামী ডিসেম্বরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য সূচি। ৩ ডিসেম্বর ভারত সফরের প্রথম টেস্ট খেলবে ব্রিসবেনে। ১১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে দিবারাত্রির টেস্টটি। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট আর ৩ জানুয়ারি সিডনিতে সফরের শেষ টেস্ট।

এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোলাপি বলে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, ৭টি। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলাটা ভীষণ চ্যালেঞ্জিংই হবে ভারতের। তবে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক মনে করেন, রোমাঞ্চকর হবে গোলাপি বলের টেস্টটি, ‌'দর্শকেরা এটা পছন্দ করে। এটা প্রতিদ্বন্দ্বিতায় অন্য মাত্রা যোগ করে। ব্যাটে-বলের দুর্দান্ত লড়াই হয়। ভারত নিজেদের মাঠে একটা টেস্ট খেলেছে। এটি একেবারে অপরিচিত নয় তাদের কাছে।'

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর সময়মতো হবে কিনা, সেটি অবশ্য নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির ওপর। সূচি মোটামুটি জানাজানি হলেও ভারতীয় দলের আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর নিয়ে আছে তাই নানা অনিশ্চয়তা। তবে দুই ক্রিকেট বোর্ড আশাবাদী, আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে সময় মতোই হয়ে যাবে সফরটি।

কোহলিদের অস্ট্রেলিয়া যাওয়ার আগে সিএ আথিতেয়তা দেবে আফগানিস্তান দলকেও। পার্থে আফগানদের বিপক্ষে একটি টেস্ট দিয়ে নতুন টেস্ট মৌসুম শুরু করার কথা স্মিথ-ওয়ার্নারদের। সব কিছু যেহেতু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে, আপাতত ক্রিকেটপ্রেমীদের আশা করা ছাড়া কিছুই করার নেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের সম্ভাব্য সূচি:
৩-৭ ডিসেম্বর: প্রথম টেস্ট, ব্রিসবেন
১১-১৫ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট (দিবারাত্রি), অ্যাডিলেড
২৬-৩০ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, মেলবোর্ন
৩-৭ জানুয়ারি: চতুর্থ টেস্ট, সিডনি