ওপেনিংসঙ্গীকে স্ত্রী মনে হয় ধাওয়ানের

মুরালি বিজয়ের প্রশংসায় মেতেছেন ধাওয়ান। ফাইল ছবি
মুরালি বিজয়ের প্রশংসায় মেতেছেন ধাওয়ান। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের ওপেনিংয়ের নিয়মিত মুখ শিখর ধাওয়ান। মারকুটে এই ব্যাটসম্যান ক্রিজে থাকা মানেই রানের চাকা সচল থাকা। তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামা অন্য ব্যাটসম্যানের সঙ্গে সব সময় খুঁটিনাটি গল্প করতে দেখা যায় ধাওয়ানকে। ওপেনিং পার্টনারের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি স্ত্রীর মতো। জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে এমনটাই জানিয়েছেন ধাওয়ান।

লক ডাউনে ঘরে বসে ইনস্টাগ্রামে ধাওয়ান ও অশ্বিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় উঠে এসেছে ওপেনিং পার্টনারের সঙ্গে ধাওয়ানের সম্পর্কের কথা। বিশেষ করে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে যাওয়া ওপেনার মুরালি বিজয় প্রসঙ্গে কথা বলেছেন ধাওয়ান, 'আমি তাঁকে (মুরালি) বলি, তুমি আমার স্ত্রীর মতো।' দুইজনের মধ্যে তর্ক – বিতর্ক হলেও মুরালিকে মাঠে ও মাঠের বাইরে ভালো মানুষ হিসেবেও আখ্যা দিয়েছেন ধাওয়ান।

অনেক বছর যাবৎ জাতীয় দলের জার্সিতে দেখা যায় না মুরালিকে। ভারতের জার্সিতে শেষ ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন তিনি। আর শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। ব্যাটসম্যান হিসেবে যেমনই হোক না কেন, মুরালির প্রশংসা করেছেন ধাওয়ান, 'মাঠে এবং মাঠের বাইরে সে দারুণ এক চরিত্র। আমি ওকে খুব কাছে থেকে চিনি। সে খুব ভালো মানুষ। শুধু মাঝেমধ্যে আমাদের মধ্যে সিদ্ধান্তের অমিল দেখা যায়।'

মাঠের প্রসঙ্গও টেনে এনেছেন ধাওয়ান ,'যখন আমরা দ্রুত সিঙ্গেল রান নেই বা তেমন কিছু করি। আমাদের মধ্যে তর্ক হয়। কিন্তু আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়।'

৩৪ বছরে পা রেখেছেন ধাওয়ান। খেলাটা আর বেশি দিন চালিয়ে নেওয়া সম্ভব নয়। ব্যাট তুলে রাখার পর কী করবেন , সেটিও ভেবে রেখেছেন ভারতীয় ওপেনার ,'দেখ আমার লোক হাসানোর ক্ষমতা ভালো , তাই আমি ধারাভাষ্যকার হিসেবে ভালো করতে পারব। বিশেষ করে হিন্দিতে আমি ভালো করতে পারব। আমি মোটিভেশন স্পিকারও হতে পারি। '