অশ্লীল ভিডিওতে লাইক, ক্ষোভে টুইটার ছাড়লেন ওয়াকার

টুইটারকে বিদায় বলে দিয়েছেন ওয়াকার। ছবি: টুইটার
টুইটারকে বিদায় বলে দিয়েছেন ওয়াকার। ছবি: টুইটার

আর ভালো লাগছে না ওয়াকার ইউনিসের। ভক্তদের সঙ্গে সময় কাটাবেন বলে শখ করে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু দুদিন পর পর সে অ্যাকাউন্ট হ্যাক হয়। আর হ্যাক হওয়ার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে করা হয় আজেবাজে কাজ। রাগে ক্ষোভে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান বোলিং কোচ।

আজ শুক্রবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ওয়াকার। সেখানেই জানিয়েছেন তাঁর অ্যাকাউন্ট নিয়ে এত হেনস্তার কথা, 'আজ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঘুম থেকে ওঠার পর খেয়াল করলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এবং সেখান থেকে খুবই বাজে ভিডিওতে লাইক দিয়েছে। এটা আমার ও আমার পরিবারের জন্য বড় লজ্জা, দুঃখ ও অস্বস্তির ব্যাপার।'

এরপরই জানিয়েছেন সবার সঙ্গে মিলেমিশে থাকার ইচ্ছে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগ দিলেও তাঁর সে ইচ্ছা পূরণ করতে দিচ্ছেন না হ্যাকাররা। অশ্লীল ভিডিওতে লাইক দিয়ে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছেন। আর এ কারণেই অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন ওয়াকার, 'আমি ভাবতাম সামাজিক যোগাযোগমাধ্যম ও টুইটার মানুষের সঙ্গে যোগাযোগ করার ভালো মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই লোক (হ্যাকার) সবকিছু নস্ট করছে। আর হ্যাকার এ কাজ এবারই প্রথম করেনি। আমার অ্যাকাউন্ট এ নিয়ে তিন থেকে চারবার হ্যাক হয়েছে। আমার মনে হয় না, এই লোক এটা থামাবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আর কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আসব না। আমি আমার পরিবারকে বেশি ভালোবাসি। সামাজিক যোগাযোগমাধ্যমে আজকের পর আর দেখবেন না আমাকে। যদি এতে কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে দুঃখিত।'

পাকিস্তানের অন্যান্য সাবেক ক্রিকেটারদের তুলনায় টুইটারে এমনিতেই কম ব্যস্ত থাকতেন ওয়াকার।