২৮২ কোটি টাকায় করোনা কিনতে চায় চেলসি

করোনাকে দলে টানতে চায় চেলসি। ছবি: টুইটার
করোনাকে দলে টানতে চায় চেলসি। ছবি: টুইটার

এ মৌসুমে পর্তুগালের প্রিমেরা লিগায় ঝড় তুলেছেন তিনি। এফসি পোর্তোর হয়ে দুই গোল করেছেন, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০ গোল। সব প্রতিযোগিতা মিলে ১৭টি গোল বানিয়ে দেওয়া এমন এক উইঙ্গারকে দলে চাইছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এ কারণেই ৩ কোটি ইউরো (২৮২ কোটি টাকা) মূল্যের হেসুস করোনাকে কেনার কথা ভাবছে চেলসি।

মেক্সিকান এই উইঙ্গারকে চাইলে ফুল ব্যাক হিসেবেও খেলানো যায়। এমন বাড়তি গুণই তাঁকে পেতে আগ্রহী করে তুলছে বেশ কিছু ক্লাবকে। তাই ৩০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সেঁটে থাকলেও ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য আগ্রহ কমছে না কারও। করোনার এজেন্ট মাতিয়াস বাঙ্গে মেইদিও তিয়েম্পেকে বলেছেন, 'আমরা চেলসির সঙ্গে কথা বলেছি। আমি বলব না সে এক, দুই না তিন নম্বর পছন্দ। এখন পর্যন্ত ওসব শুধুই গুঞ্জন। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং লিগ শুরু হতে হবে আবার। এরপর এ নিয়ে এগোনো যাবে, কারণ দলবদলের বাজার এখনো বন্ধ।'

করোনাকে পেতে চাইলে অবশ্য চেলসিকে লড়তে হবে অন্যদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন ম্যাতিয়াস, 'ওর চুক্তিতে আরও দুই বছর বাকি আছে। এই প্রতিযোগিতায় খেলে ও অনেকেরই আগ্রহ জাগিয়েছে। সে সর্বোচ্চ পর্যায়ে দারুণ করছে। কিন্তু ভাইরাসের সংক্রমণে এখন সবকিছুই একটু ধীরে চলছে। দলবদল সব এখন কোয়ারেন্টিনে আটকা। বর্তমান রিলিজ ক্লজ ৩০ মিলিয়ন (৩ কোটি ইউরো)। এরপর দেখা যাবে কী হয়। গত কয়েক মৌসুম ধরেই পোর্তো দলের গুরুত্বপূর্ণ সদস্য করোনা। আমরা ইংল্যান্ড, স্পেন এবং জার্মানির বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলেছি। সাধারণত অন্যান্য বছর এ সময়টায় আলোচনা আরও গভীর হয়। কিন্তু এবার এখনো লিগের খেলা চলছে বা শেষ হয়নি এখনো। সব দল আগে নিজেদের খেলোয়াড় বিক্রির কী দশা সেটা নিয়ে ভাবতে চায় আগে, এবং এরপর দেখে কী হয়।'