ঘুমের মধ্যে কী বিড় বিড় করেন ধোনি?

ঘুমের মধ্যে পিইউবিজি গেইমটি নিয়ে কথা বলেন ধোনি। ছবি: এএফপি
ঘুমের মধ্যে পিইউবিজি গেইমটি নিয়ে কথা বলেন ধোনি। ছবি: এএফপি

গত বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও করোনাভাইরাস এসে সেটিও পিছিয়ে দেয়। হাতে প্রচুর অলস সময় পেয়ে ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। জনপ্রিয় গেম পিইউবিজি বা 'পাবজি' খেলতে খেলতে নাকি এখন ঘুমের মধ্যেও পাবজি নিয়ে কথা বলেন ধোনি।

সম্প্রতি ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের সরাসরি আড্ডায় এসেছিলেন ভারতীয় উইকেটকিপারের স্ত্রী সাক্ষী। ধোনি তাঁর অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন জানতে চাইলে সাক্ষী বলেন, 'ওর মস্তিস্কটা চিন্তা করার জন্যই তৈরি হয়েছে। কখনই বিশ্রাম নিতে চায় না। এখন সে পাবজি খেলে নিজেকে ব্যস্ত রাখছে। আজকাল সেটা বিছানাতেও খেলছে। ঘুমের সময়ও পাবজি নিয়ে বিড় বিড় করে।'

বাইকের প্রতি ধোনি আলাদা টানের খবরও সবার জানা। লকডাউন থাকায় ধোনির বাইকে চড়া হচ্ছে না। কিন্তু প্রতিদিন ঠিকই প্রিয় বাইকগুলোকে সময় দিচ্ছেন ধোনি। ধোনির স্ত্রী বলছিলেন, 'ওর নয়টি বাইক আছে। বাইকগুলোর বিভিন্ন অংশ খুলতে ভালোবাসে সে। এরপর আবার জায়গা মতো বসায়। এরপর যদি কোন একটা অংশ ঠিক মতো না বসে, পরদিন আবার পুরো বাইকটা খোলা হয়।'

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চান। গত বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসর নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু এই ব্যাপারে একবারও মুখ খুলেননি ভারতের হয়ে সব বৈশ্বিক শিরোপা জেতা অধিনায়ক।