ধোনির অবসরের টুইট কেন মুছে দিয়েছিলেন তাঁর স্ত্রী?

ধোনির অবসর নিয়ে গুঞ্জন যেন থামছেই না। ছবি: এএফপি
ধোনির অবসর নিয়ে গুঞ্জন যেন থামছেই না। ছবি: এএফপি

ক্রিকেটই মাঠে নেই প্রায় তিন মাস হলো। আর তিনি ক্রিকেট মাঠে নেই সেই গত বছরের জুলাইয়ে বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে। এ সময়ে মহেন্দ্র সিং ধোনির মাঠে ফেরার খবর যতবার এসেছে, তার চেয়ে কয়েক গুণ বেশি এসেছে তাঁর অবসরের খবর। গত বুধবার তো হ্যাশট্যাগ ‘ধোনির অবসর’ নামের একটা ট্রেন্ডই চালু হয়ে গেল টুইটারে!

ধোনি নিজে এ ব্যাপারে কিছু বলছেন না। বিশ্বকাপের পর থেকেই একেবারে স্পিকটিনট। কিন্তু তাঁর স্ত্রীর সম্ভবত স্বামীর অবসর নিয়ে মানুষের এত মাতামাতি ভালো লাগছিল না। বুধবার ওই ট্রেন্ড চালু হতে দেখে তাই বেশ রেগেমেগে একটা টুইট করেছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। কিছুক্ষণ পর অবশ্য সেটা ডিলিটও করে দেন। টুইট করে এভাবে মুছে দেওয়া কেন – সে রহস্যও এবার খোলাসা করেছেন সাক্ষী।

এবার আইপিএলে খেলে অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে ফেরার আশা ছিল ধোনির। কিন্তু করোনাভাইরাস এসে সব থমকে দিল। এর মধ্যেই শুরু হলো ধোনির অবসর নিয়ে গুঞ্জন। বুধবার টুইটারে ধোনির অবসর নিয়ে ওই ট্রেন্ড দেখে মনোক্ষুণ্ন সাক্ষী টুইট করেন, ‘সবই গুজব। বুঝতে পারছি লকডাউনে মানুষ মানসিকভাবে অস্থির হয়ে গেছে।‘ তারপর হ্যাশট্যাগ ধোনির অবসর লিখে গুজব যাঁরা ছড়াচ্ছেন তাঁদের উদ্দেশে সাক্ষী লিখেছেন, ‘নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন!’

তাঁর টুইটটি ভাইরাল হতেই সেটি মুছে দেন সাক্ষী। কেন মুছেছেন, সেটির ব্যাখ্যা সাক্ষী দিয়েছেন ক্রীড়াবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক রুফা রামানির সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে, ‘আমার এক বন্ধু আমাকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করল কী হয়েছে। ওই হ্যাশট্যাগটা সেদিন বিকাল থেকে ট্রেন্ড হয়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম এসব কী! এরপর জানি না আমার কী হলো, টুইটটা করে ফেললাম। তারপর ডিলিট করে দিয়েছি, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তারপর তো অনেক কিছু লেখা হলো।’