মাঠে নামার পরিকল্পনা সাজাচ্ছে ভারত

আবার মাঠে ফিরতে মরিয়া কোহলিরা। ফাইল ছবি
আবার মাঠে ফিরতে মরিয়া কোহলিরা। ফাইল ছবি
>অনুশীলন শুরু করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে ভারত

 প্রায় আড়াই মাস পর গতকাল থেকে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১২ দিনের আবাসিক ক্যাম্পের জন্য ১৩জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হয়েছে। কলম্বো  ক্রিকেট ক্লাবের হোটেলে রাখা হয়েছে খেলোয়াড়দের। অনুশীলন শুরু করেছে ইংল্যান্ডও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে শিগগিরই অনুশীলনে নামতে যাচ্ছে তারাও। ভারত পিছিয়ে থাকবে কেন?  ক্রিকেটারদের অনুশীলন শুরু করার ভারতও শিগগিরই অনুশীলনে নামার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও এই মাসের শেষের দিকে অনুশীলনে নামতে পারে ভারত।

করোনার কারণে অনেকদিন ধরে সব খেলার সঙ্গে ক্রিকেটেরও ছুটি। কিন্তু এভাবে আর কত দিন ! মাঠে নামার উপায় খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড । তবে তা অবশ্যই খেলোয়াড়দের পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা ও করোনাকালিন আইন নিশ্চিত করেই। বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন , 'তখনই আমরা খেলোয়াড়দের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, যখন ১০০ ভাগ  নিশ্চিত হতে পারব। অনুশীলনের জন্য এনসিএর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা অন্য বিকল্প ব্যবস্থার দিকেও নজর রাখছি। বিভিন্ন রাজ্যের নিয়মের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।'

তবে এখনই হুট করে কিছু করতে চায় না বিসিসিআই। জুনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। বিসিসিআইয়ের একই সূত্র জানিয়েছে বিষয়টি , 'জুন মাস শেষ হতে না হতেই কোনো রাস্তা বের করে ফেলব আমরা।  ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য অপেক্ষা করছে। অনেকদিন হয়ে গেছে খেলা বন্ধ রয়েছে। এখন একটা শক্তপোক্ত পরিকল্পনা করার কথা ভাবছি।'

ভারতীয় ক্রিকেটাররা এখন ঘরে বসেই সময় কাটাচ্ছেন। তাঁদের সামনে এখন শুধু বিশ্রাম আর বিশ্রাম। অনির্দিষ্টকালের জন্য আইপিএলও বন্ধ। জাতীয় দলের জার্সিতে কবে মাঠে নামা যাবে তাও জানা নেই কারও।