'কালো মানুষের জীবনও মূল্যবান'

>যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সমর্থন চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। পুলিশের বর্ণবাদমূলক আচরণের জন্য যুক্তরাষ্ট্রে চলছে আন্দোলন। সমালোচনা করছে সারা বিশ্ব। ক্রীড়াঙ্গনেও লেগেছে সেই ঢেউ। ক্রিকেটও বাদ যায়নি। গত কয়েকদিন ধরেই ক্রিকেটাররা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের কালো থাবার সমালোচনা করে আসছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিও যোগ দিয়েছেন এই সমালোচনায়। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডকেও আন্দোলনে এগিয়ে আসার আহবান তাঁর, 'আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ড কি দেখতে পাচ্ছে না, আমার মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়। কালো মানুষের জীবনও মূল্যবান।'

চুপ না থেকে নিজ নিজ জায়গা থেকে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক, 'এখন চুপ থাকার সময় নয়, আমি আপনাদের কথা শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কালো মানুষেরা এসব সহ্য করছে। আমি এখন সেন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হব, যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?'

গতকাল আবার বর্ণবাদ নিয়ে বোমা ফাটান আরেক ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। ফুটবলের মতো ক্রিকেটও বর্ণবাদ থেকে মুক্ত নয় বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে গেইলের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‌'আমি বিশ্বজুড়ে ভ্রমণ করেছি এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্য আমাকেও শুনতে হয়েছে, কারণ আমি কালো। বিশ্বাস করুন, এটা চলতেই থাকবে। বর্ণবাদ শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও আছে। এমনকি অনেক সময় দলের মধ্যেও আমাকে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে আমি কালো বলে।'

গত বছরই নিউজিল্যান্ড সফরে দর্শকের কাছে বর্ণবাদমূলক আচরণের শিকার হয়েছিলেন ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার। গত বছর মাঠে বর্ণবাদমূলক আচরন করে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদও।