নাদালের অনন্য ৩৪

স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। ফাইল ছবি
স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। ফাইল ছবি
>আজ ৩৪ বছরে পা দিয়েছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রাফায়েল নাদাল

রাফায়েল নাদালকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। টেনিসের রেকর্ড বইকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাওয়া এই তারকা পুরুষ এককে জিতেছেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম। আরেকটা শিরোপা জিতলেই পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডে রজার ফেদেরারের সঙ্গে ভাগ বসাবেন এই স্প্যানিশ।


আজ এই নাদালের ৩৪ তম জন্মদিন। ৩৪ তম জন্মদিনে নাদালের ক্যারিয়ারের ৩৪টি অনন্য পরিসংখ্যান জেনে নেওয়া যাক!
১ – বিশ্বের নাম্বার 'ওয়ান' তারকা হিসেবে ২০৯ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেছেন
২ – রোলাঁ গারোঁতে ৯৩ জয়ের বিপরীতে নাদালের পরাজয়ের সংখ্যা। ক্লে কোর্টের গ্র্যান্ড স্লামে নাদালকে হারিয়েছেন শুধু রবিন সোদারলিং (সুইডেন) ও নোভাক জোকোভিচ (সার্বিয়া)
৩ – তিনবার গোটা গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে কোনো সেট না হেরেই ট্রফি জিতেছেন। তিনবারই ফ্রেঞ্চ ওপেনে (২০০৮, ২০১০, ২০১৭)
৪ – চার বছর বয়সে চাচা টনি নাদালের কাছে টেনিস-শিক্ষায় হাতেখড়ি
৫ – বার্ষিক ফেডেক্স এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে থেকে বছর শেষ করেছেন পাঁচবার
৬ – 'চিরশত্রু' নোভাক জোকোভিচকে রোলাঁ গারোঁতেই হারিয়েছেন আধ ডজন বার
৭ – ২০০৫ সালে ঠিক এতবার শিরোপা জিতেছিলেন মাটির কোর্টে। যা এক মৌসুমে সর্বোচ্চ
৮ – ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা আট বছর রোলেক্স মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন
৯ – নাদালের পর যাকে মাটির কোর্টের সেরা খেলোয়াড় বলা হয় এখন, সেই 'ক্লে কোর্টের যুবরাজ' ডমিনিক থিমকে নাদাল হারিয়েছেন নয়বার, সব প্রতিযোগিতা মিলিয়ে
১০ – ক্যারিয়ারে হাজার ম্যাচ জিততে আর মাত্র দশটি জয় পেলেই হবে নাদালের
১১ – এক মৌসুমে সর্বোচ্চ এগারোটি শিরোপা জিতেছিলেন নাদাল, ২০০৫ সালে
১২ – ফ্রেঞ্চ ওপেনে নাদালের শিরোপা সংখ্যা
১৩ – চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের বিপক্ষে ১৩ বার মাস্টার্স ১০০০ ফাইনালে মুখোমুখি হয়েছেন নাদাল
১৪ – ফেডেক্স এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থেকে বছর শেষ করেছেন মোট ১৪ বার
১৫ – এই বয়সেই নাদাল ক্যারিয়ারের প্রথম এটিপি ট্যুর ম্যাচ জেতেন, র‍্যামন দেলগাদোর বিপক্ষে
১৬ – পোল্যান্ডের সোপোতে ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতার পর কেটে গেছে ১৬ বছর
১৭ – রোলাঁ গারোঁয় ৬-০ ব্যবধানে সেট জিতেছেন মোট ১৭ বার
১৮ – এই বয়সেই ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ওঠেন নাদাল
১৯ – নাদালের মোট গ্র্যান্ডস্ল্যাম শিরোপা-সংখ্যা
২০ – র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তারকাকে মোট ২০ বার হারিয়েছেন
২১ – এটিপি ৫০০ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ২১ বার
২২ – এই বয়সেই ক্যারিয়ারে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন
২৩ – এই বয়সে ক্যারিয়ারের শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জেতেন ২০১০ ফ্রেঞ্চ ওপেনে, জিয়ান্নি মিনার বিপক্ষে
২৪ – চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের বিপক্ষে জিতেছেন ২৪ বার
২৫ – মাটির কোর্টে অনুষ্ঠিত এটিপি ১০০০ মাস্টার্স শিরোপা জিতেছেন ২৫ বার
২৬ – র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা তারকাদের রোলাঁ গারোঁয় হারিয়েছেন মোট ছাব্বিশ বার
২৭ – গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছেন মোট সাতাশ বার
২৮ – ক্যারিয়ারের ২৮তম ট্যুর শিরোপা জিতেছিলেন ২০০৮ ফিভার-ট্রি চ্যাম্পিয়নশিপে, রজার ফেদেরারকে সে বছর উইম্বলডনের সিংহাসন থেকে সরানোর জন্য যে টুর্নামেন্টে নাদালের দুর্দান্ত ফর্ম ভূমিকা রেখেছিল
২৯ – রাফা নাদাল অ্যাকাডেমি প্রতিষ্ঠার সময় নাদালের বয়স
৩০ – ২০১৬ সালের রিও ডি জানেইরো অলিম্পিকে স্পেনের প্রতিনিধিত্ব করার সময় নাদালের বয়স
৩১ – রোলাঁ গারোঁয় প্রথম ম্যাচ হারের আগে টানা ৩১ ম্যাচ জিতেছিলেন নাদাল
৩২ – ক্যারিয়ারসেরা জয়রথ, ২০০৮ এর হামবুর্গ থেকে সিনসিনাটি টুর্নামেন্ট পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিলেন নাদাল
৩৩ – সবচেয়ে বেশি বয়সে বছর শেষে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সময় নাদালের বয়স
৩৪ – বার্সেলোনা, মন্টি কার্লো ও ফ্রেঞ্চ ওপেন মিলিয়ে মোট ৩৪ বার শিরোপা জিতেছেন নাদাল

শুভ জন্মদিন, রাফা!