না বললেও ভয় নেই তাঁদের

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না তাঁরা। ফাইল ছবি
ইংল্যান্ড সফরে যাচ্ছেন না তাঁরা। ফাইল ছবি
>ইংল্যান্ড সফরে যাবেন না ড্যারেন ব্রাভো , শিমরন হেটমায়ার ও কিমো পল

করোনার পরবর্তীকালের ক্রিকেটে সবার আগে মাঠে ফিরতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ । আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। তবে এই সফরে যাবেন না ওয়েস্ট ইন্ডিজের তিন অভিজ্ঞ ক্রিকেটার ড্রায়েন ব্রাভো , শিমরন হেটমায়ার ও কিমো পল। বোর্ড অবশ্য জানিয়ে দিয়েছে, এ সিদ্ধান্তে তাঁরা অখুশি নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, দল বিবেচনায় এ ঘটনা কোনো প্রভাব ফেলবে না।

এই সফরের জন্য ক্রিকেটারদের চাপ দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইংল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন ক্রিকেটার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে , 'ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল ইংল্যান্ড সফরে যাওয়ার আমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করেছেন এবং সিডব্লিওআই তাদের এই সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করে।'


এ সফর নিয়ে খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সচিব ওয়েন লুইস জানিয়েছেন, 'খেলোয়াড়রা একটু মানসিক চাপে আছে। ওদের অনেক বিসর্জন দিতে হবে, হোটেল থেকে বের হতে পারবে না। এটা মানসিকভাবে চাপ ফেলবে মনে। এটা মজার কোনো সফর নয়, কিন্তু ওরা সেটা মেনে নিয়েছে।'


দুই ব্যাটসম্যান ব্রাভো ও হেটমায়ার এবং অলরাউন্ডার পল না গেলেও ইংল্যান্ড সফরের জন্য পূর্ণ শক্তির দলই পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ। তিন টেস্টের সিরিজের জন্য যাচ্ছে ২৫ সদস্যের বিশাল এক বহর। এর মধ্যে নিয়মিত খেলোয়াড় আছেন ১৪ জন। স্বাস্থ্যঝুঁকি নিয়ে শংকা থাকায় ১১ জন বিকল্প খেলোয়াড় নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।


প্রধান নির্বাচক রজার হারপার এ দল নিয়ে বেশ আশাবাদী, 'আমি মনে করি আমাদের এই দলটি খুব প্রতিযোগিতামূলক হবে। দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড় গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান টেস্ট জয়ের দলে ছিল। তাঁরা সেই জ্ঞান , অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে আসবে এবং নতুনদের নতুনদের অনুপ্রেরণা যোগাবে।'

৮ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ।ওল্ড টার্ফোডে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবেন তারা। ৮ জুলাই সাউথাম্পঠনে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ওল্ড টার্ফোডে ১৬ ও ২৪ জুলাই। সব ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।