করোনা বদলির কথা ভাবছে আইসিসি

করোনা বদলি আসছে ক্রিকেটে? ফাইল ছবি
করোনা বদলি আসছে ক্রিকেটে? ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের ফলে বিশ্ব যে বদলে যাবে, এটা অনুমেয়। এই ভাইরাসের কারণে খেলাধুলার জগতেও আসছে বিরাট পরিবর্তন। এরই মাঝে ফুটবলে তিনজন খেলোয়াড়ের বদলে পাঁচজন বদলি করার নিয়ম করা হয়েছে। অস্থায়ী সে নিয়ম কাজেও লাগছে বেশ। ক্রিকেটেও দেখা দিতে পারে পরিবর্তন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) করোনা বদলির কথা ভাবতে শুরু করেছে।


ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর বিশেষ প্রকল্প পরিচালক স্টিভ এলওর্দি জানিয়েছেন টেস্ট ম্যাচে 'কোভিড বদলি'র নানা দিক নিয়ে আলোচনা করা হচ্ছে আইসিসিতে। স্কাই স্পোর্টসের ক্রিকেট শোতে এলওর্দি জানিয়েছেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো দেখা যাবে এই নতুন নিয়ম।

ক্রিকেটে গত বছর কনকাশন বদলি দেখা গেছে। সেটার সুযোগ নিয়ে অস্ট্রেলিয়া দলের নিয়মিত মুখ হয়ে গেছেন মারনাস লাবুশেন। মাঝে মধ্যেই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই বদলি। বাংলাদেশ তো এক ইনিংসেই দুইবার কনকাশন বদলির উদাহরণও সৃষ্টি করেছে। করোনার এই বৈশ্বিক মহামারির সময়টায় তাই নতুন বদলির কথা ভাবছে আইসিসি ও ইসিবি। এ ব্যাপারে এলওর্দি বলেছেন, 'আইসিস কোভিড বদলি নিয়ে অবশ্যই আলোচনা করছে। আমি এ নিয়ে কথাবার্তা হতে দেখছি, আশা করছি এ নিয়ম চালুর অনুমতি দেওয়া হবে। বিশেষ করে টেস্ট ম্যাচে, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে অত দরকার নেই।'
ম্যাচে কোনো খেলোয়াড়ের করোনার উপসর্গ পাওয়া গেলে বদলির নিয়মটাও ব্যাখ্যা করেছেন এলওর্দি, 'এ বদলি হবে একই ধরনের। অর্থাৎ ব্যাটসম্যানের জন্য ব্যাটসম্যান, বোলারের জন্য বোলার। মাঠের কোভিড চিকিৎসা দল ও ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগকে সঙ্গে সঙ্গে জানানো হবে। এবং সরকারের নিয়ম অনুযায়ী ওই খেলোয়াড়কে একটা নির্দিষ্ট সময় আইসোলেশনে রাখা হবে।'

এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি, তবু সাবধান হতে চান এলওর্দি, 'যেভাবে খেলোয়াড়দের পরীক্ষা করে একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করা হচ্ছে, তাতে এমন কিছু না দেখার আশাই করছি। তবু আমরা তেমন কিছুর কথা ভেবে রাখছি।'

তিন টেস্ট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ হাজির হবে ইংল্যান্ডে। ৮ জুলাই সাউদাম্পটনে হবে প্রথম ম্যাচ। দর্শকহীন শূন্য গ্যালারিতেই হবে সব ম্যাচ।