মেসির চেয়ে কঠিন প্রতিপক্ষ পাননি তিনি

ক্লাব-সতীর্থ লিওনেল মেসির প্রশংসায় মুখরিত হয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থার মেলো
বার্সেলোনা সতীর্থের মুখে মেসির নামে খই ফুটছিল। ফাইল ছবি
বার্সেলোনা সতীর্থের মুখে মেসির নামে খই ফুটছিল। ফাইল ছবি

দুজনই খেলেন একই ক্লাবে। ফলে ক্লাব ক্যারিয়ারে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু জাতীয় দল যে দুজনের আলাদা! লিওনেল মেসি যেখানে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, আর্থার মেলোকে নিয়ে ভবিষ্যতের সুখস্বপ্ন দেখে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

ক্লাবে তাই একে অপরের মুখোমুখি না হলেও জাতীয় দলে এর মধ্যে মুখোমুখি হয়েছেন দুজন। সর্বশেষ কোপা আমেরিকার সেমিফাইনালেই হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। সেখানেই সতীর্থকে নতুন রূপে পেয়েছিলেন আর্থার। তখনই বুঝেছেন, ফি-হপ্তায় মেসিকে আটকাতে বার্সার প্রতিপক্ষ দলগুলোর কতো সমস্যা হয়!

নিজের পেইজ 'অ্যাবাউটআর্থার' এ বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন এই ব্রাজিল তারকা। সেখানে উঠে এসেছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের প্রসঙ্গ। সেখানেই একবাক্যে মেসির নাম স্বীকার করেছেন আর্থার। এই এক প্রশ্ন ছাড়াও সাক্ষাৎকারে উঠে এসেছে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ। ফুটবল ছাড়াও সেখানে স্থান পেয়েছে অন্যান্য খেলার কথা।

বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই ব্রাজিল তারকা। এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক –
'খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কে?'
-আন্দ্রেস ইনিয়েস্তা

'সবচেয়ে বড় ডার্বি ম্যাচ কোনটা?'
-যেসব ম্যাচে আমি খেলেছি সেগুলোর নামই বলব। যেমন গ্রেমিও বনাম ইন্তারনাসিওনাল, বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা।

'ফুটবলের বাইরে প্রিয় ক্রীড়াবিদ?'
-রজার ফেদেরার
'নিজের ক্যারিয়ারের সবচেয়ে অবিস্মরণীয় গোল?'
-আমার ক্যারিয়ারের প্রথম গোল আমি কখনই ভুলব না। গ্রেমিওর হয়ে সেদিন খেলতে নেমেছিলাম ফ্লুমিনেন্সের বিপক্ষে।

'ফিফা পছন্দ, না পেস (প্রো এভোলুশান সকার)?'
-আমি কাউন্টার স্ট্রাইকের নাম বলব