পিএসজি তাঁকে বার্সার কাছে বিক্রি না করায় খুশি

পিএসজিতে সুখেই আছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। ফাইল ছবি
পিএসজিতে সুখেই আছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। ফাইল ছবি

নেইমার যখন বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর একজন ফরোয়ার্ডের খুব প্রয়োজন ছিল বার্সেলোনার। হন্যে হয়ে কাতালান ক্লাবটি খুঁছিল নেইমারের বিকল্প। খুঁজতে খুঁজতে তারা কড়া নাড়ে পিএসজির দরজায়। উদ্দেশ্য ছিল, অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাওয়া। দুই ক্লাবের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, দর কষাকষিও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে ডি মারিয়াকে বিক্রি করতে রাজি হয়নি প্যারিসের ক্লাবটি। বিষয়টিতে দারুণ খুশি হয়েছেন ডি মারিয়া।


বেনফিকা থেকে ডি মারিয়া রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন ২০১০ সালে। ২০১৪ সালে রিয়াল ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে, নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংল্যান্ডের ক্লাবটিতে এক মৌসুম খেলেই ঠিকানা করেন প্যারিসের ক্লাব পিএসজিকে। সেখানে সুখেই কাটছিল তাঁর দিনকাল। কিন্তু বছর তিনেক আগে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাঁকে পেতে মরিয়া হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ডি মারিয়াকে না পেয়ে ২০১৭ সালের বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে দলে টানে বার্সেলোনা।

কিন্তু বার্সেলোনায় গেলে কী এমন ক্ষতি হতো ডি মারিয়ার? নাকি রিয়ালের প্রতি ভালোবাসা থেকেই সাবেক ক্লাবের চিরপ্রতিন্দ্বী বার্সেলোনাতে যেতে চাননি আর্জেন্টাইন উইঙ্গার? আসলে সে সব কিছু নয়, প্যারিসের সুখটা বিসর্জন দিতে চাননি ডি মারিয়া, ‌‘প্যারিসে আমি খু সুখে ছিলাম। কিন্তু সেই সময়ে ক্লাবের নানাজন আমাকে নানা কথা বলছিল। শেষমেষ সেই সব কথা মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে।’

নানা কথা বলতে বার্সেলোনার কাছে ডি মারিয়াকে পিএসজির বিক্রি করার সম্ভাবনার বিষয়। শেষ পর্যন্ত সেটা সত্যি হয়নি বলে খুশিতে যেন তিন তালে নেচে উঠেছিল ডি মারিয়ার মন, ‌‘বার্সা আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। দুটি ক্লাব এ বিষয়ে আলোচনাও করেছিল। কিন্তু পিএসজি আমাকে বিক্রি করতে চায়নি আর বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। ওই সময়ের ওই গুঞ্জনগুলো আমাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু শেষ পযর্ন্ত পিএসজি না ছাড়তে হওয়াটা ভালো ব্যাপার ছিল। কারণ আমি এখানে এখন অনেক সুখে আছি।'

পিএসজির সঙ্গে ৩২ বছর বয়সী ডি মারিয়ার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। কিন্তু ক্যারিয়ারের শেষটা এখানেই করতে চান আর্জেন্টাইন তারকা, ‌‘আমার ইউরোপিয়ান ক্যারিয়ারের শেষটা আমি পিএসজিতেই করতে চাই। এখানে আমি সুখে আছি, আমার পরিবারও সুখে আছে।’ রিয়ালের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জেতা ডি মারিয়া পিএসজির হয়ে জিতেছেন টানা চারটি লিগ শিরোপা। তিনটি করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপ।

পিএসজির হয়ে একটা শিরোপা জিততে না পারার আক্ষেপ অবশ্য এখনো রয়ে গেছে। ক্যারিয়ারের পিএসজি-পর্ব শেষ করার আগে জিতেত চান সেটিও, ‌‘আবার চ্যাম্পিয়নস লিগ জেতাটা হবে দারুণ। পিএসজি ছাড়ার আগে যদি আমি চ্যাম্পিয়নস লিগ জিততে পারি তাহলে সেটা হবে এই ক্লাবে আমার গল্পের নিখুঁত শেষ।'