দিল্লিতে যে 'তুঘলকি কারবার' দেখছেন গম্ভীর

অরবিন্দ কেজরিওয়ালের ওপর চটলেন গৌতম গম্ভীর। ফাইল ছবি
অরবিন্দ কেজরিওয়ালের ওপর চটলেন গৌতম গম্ভীর। ফাইল ছবি

করোনাভাইরাসের এমন দুঃসময়ে চিকিৎসাসেবা পাওয়াই মুখ্য। কিন্তু দিল্লিতে সেই চিকিৎসাসেবা পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে ভারতীয় নাগরিকদের। বিশেষ করে অন্য প্রদেশের নাগরিকদের দিল্লির কোনো হাসপাতালে চিকিৎসাসেবা দিতে রাজি নন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, সেখানকার সরকারি ও বেসরকারি সব হাসপাতালের করোনাশয্যা শুধু দিল্লিবাসীর জন্যই। কেজরিওয়ালের এমন সিদ্ধান্তে বেশ চটেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। যদিও এরই মধ্যে সেখানকার উপরাজ্যপাল অনিল বৈজাল এই সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি ঘোষণা দেন, ‘এখন থেকে এখানকার হাসপাতালগুলোয় করোনা রোগীদের জন্য ১০ হাজার শয্যা থাকবে দিল্লিবাসীর জন্য।’ খেলা ছেড়ে রাজনীতিতে নাম লেখানো বিজেপির সাংসদ গৌতম গম্ভীর কেজরিওয়ালের এমন সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন। জোর সমালোচনা চলছে বিজেপি, কংগ্রেসের নেতাদের মধ্যেও। কেজরিওয়াল সরকারের এমন এক পেশে সিদ্ধান্তকে খুব বাজে বলে আখ্যা দিয়েছেন গৌতম গম্ভীর। অনিল বৈজাল অবশ্য পরে উপরাজ্যপালের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, ‘কোনো বিভাজন ছাড়াই দিল্লির হাসপাতালে সবাই সমান সুবিধা পাবেন। দিল্লিবাসী নয়, এমন যুক্তি দেখিয়ে কোনো রোগীকে ফেরানো যাবে না।’ বৈজালের এমন সিদ্ধান্তের প্রশংসা করে গৌতম গম্ভীর বলেন, ‘ভারত এক দেশ এবং আমরা একসঙ্গেই এই মহামারির বিরুদ্ধে লড়ব।’

বিজেপি নেতা সাজিয়া ইলমি তো দিল্লির একসময়ের সম্রাট মুহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছেন কেজরিওয়ালকে। তুঘলক কথায় কথায় ফতোয়া জারি করতেন। সেই সম্রাটের সঙ্গে তুলনা করে সাজিয়া খোঁচা দিয়েছেন কেজরিওয়ালকে, ‘পাগল রাজা কেজরিওয়াল বিন তুঘলক! তাঁর হরিয়ানায় জন্ম। ঘাজিয়াবাদে বাস। কিন্তু দিল্লির নাগরিক না হয়েও দিল্লি শাসন করতে পারেন। অথচ দিল্লির বাইরের মানুষ চিকিৎসা নিতে পারবে না এখানে। এই উন্মাদ রাজা কেজরিওয়াল বিন তুঘলক দিল্লিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।’
----