ধোনির যে ঘটনা এত দিন কেউ জানত না

মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার

সৈয়দ কিরমানি অনেকের মতেই ভারতের সেরা উইকেটরক্ষক। তাঁর হাত ধরে ভারত পেয়েছে নিজেদের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।কে আবার, মহেন্দ্র সিং ধোনি!

'৮৩ বিশ্বকাপজয়ী কিরমানি প্রধান নির্বাচক থাকতে চিহিৃত করেছিলেন ধোনিকে। এরপর ভারত শুধু সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান পায়নি, সেরা অধিনায়ককেও পেয়েছে ধোনির মাধ্যমে। এখন অনির্দিস্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকা ধোনির উঠে আসার পথটা মোটামুটি সবারই জানা।

স্থানীয় ক্রিকেটার যিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে ওঠার চেষ্টা করছেন। এর পাশাপাশি চাকরি করতেন খড়গপুর রেলওয়ে স্টেশনে। বলা হয়, ২০০৪ দেওধর ট্রফিতে এক কাণ্ড করেছিলেন ধোনি। নির্বাচকেরা সে ম্যাচটি দেখতে এসেছিলেন। তাঁরা যেখানে বসেছিলেন সে জায়গা দিয়ে বেশ কিছু বড় বড় ছক্কা মেরেছিলেন পূর্বাঞ্চলের হয়ে খেলা ধোনি। এরপরই খুলে যায় জাতীয় দলে ঢোকার পথ।


৩৮ বছর বয়সী ধোনির জীবনি নিয়ে বানানো সিনেমায় এসব চিত্রায়িত হয়েছে। তবে একটি ঘটনা এত দিন অজানাই ছিল সবার। কিরমানি মুখ খোলার পর তা প্রকাশ হলো। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতায় সাবেক এ উইকেটরক্ষক জানিয়েছেন, ধোনির পূর্বাঞ্চলের হয়ে খেলার পেছনের কথা।

ভারতের সাবেক উইকেটরক্ষক ও প্রধান নির্বাচক সৈয়দ কিরমানি। ছবি: এএফপি
ভারতের সাবেক উইকেটরক্ষক ও প্রধান নির্বাচক সৈয়দ কিরমানি। ছবি: এএফপি

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতায় কিরমানি বলেন, 'এর আগে এ নিয়ে কখনো কিছু বলিনি। ধোনিকে নেওয়া হয়েছিল এভাবে, রঞ্জিতে খেলা দেখছিলাম আমি ও প্রণব রায় (পূর্বাঞ্চলে কিরমানির সহকারি নির্বাচক ও সাবেক ক্রিকেটার)। কোন ম্যাচ তা বলতে পারব না, বেশ আগের কথা। প্রণব রায় এর সাক্ষী। সে বলল “ঝাড়খন্ডের এক কিপার ব্যাটসম্যান আছে। সম্ভাবনাময় তরুণ। দলে জায়গা পাওয়ার যোগ্য।'


কিরমানি এরপর বলেন,'সে কি এ ম্যাচে কিপিং করছে? প্রণব বলল, না, ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির শেষ দুই বছরের পরিসংখ্যান দেখে চমকে গেলোম। ব্যাটিংয়ে ভীষণ ধারাবাহিক! তার কিপিং না দেখেই সোজা পূর্বাঞ্চল দলে নেওয়ার কথা বলে দেই। বাকিটা ইতিহাস।'

ভারত জাতীয় দল তখন উইকেটরক্ষণ নিয়ে সমস্যায়। স্থায়ী কেউ নেই। নয়ন মঙ্গিয়া ম্যাচ পাতানোর অভিযোগে বাইরে, সাবা করিম চোখে আঘাত পেয়ে খেলাই ছেড়ে দিল। রাহুল দ্রাবিড় বিশেষজ্ঞ কিপার ছিলেন না। দীপ দাসগুপ্ত, সমীর দীঘে, অজয় রাত্রা-রা দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। ধোনি আসার পর মিলে যায় স্থায়ী সমাধান। বাকিটা সত্যিই ইতিহাস। ভারতের সেরা অধিনায়ক তো বটেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেও ধোনি কিংবদন্তিদের কাতারে।