চ্যাম্পিয়নস লিগের শিরোপা 'দাবি' অ্যাটলেটিকোর

এবারের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শেষ হবে কি না তার নিশ্চয়তা নেই। ফাইল ছবি
এবারের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শেষ হবে কি না তার নিশ্চয়তা নেই। ফাইল ছবি

কী লেখা আছে চ্যাম্পিয়নস লিগের ভাগ্যে? মৌসুম শেষ করতে মরিয়া উয়েফা। কিন্তু ইউরোপের ফুটবল আকাশে প্রশ্ন—কীভাবে সম্ভব সেটা? শেষ পর্যন্ত যদি মৌসুম শেষ করা না-ই যায় তাহলে একটি প্রস্তাব অআছে অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজোর—ট্রফি তাঁর ক্লাবকে দিয়ে দেওয়া হোক!

সেরেজো কথাটা বলেছেন মজা করে। তবে নিজের কথার পেছনে যুক্তিও দেখিয়েছেন অ্যাটলেটিকোর সভাপতি—তাঁর দল যে শেষ ষোলোতে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে! স্পেনের পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে সেরেজো বলেছেন, ‌'করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ যদি আর মাঠে না গড়ায় তাহলে সেই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিৎ যারা বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে!'
চ্যাম্পিয়নস লিগ নিয়ে এরপর অবশ্য বাস্তবসম্মত কথাই বলেছেন ২০১৪ ও ২০১৬ সালের ফাইনাল খেলা অ্যাটলেটিকোর সভাপতি, ‌'এখনো নকঅআউট পর্বের অনেকগুলো ম্যাচ বাকি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। আমরা জানি উয়েফা সবগুলো ম্যাচ একটি শহরে আয়োজন করার ব্যাপারে চেষ্টা করছে। স্পেনের কথা হচ্ছে, পর্তুগালের কথাও উঠে এসেছে...এখনো কোনো কিছুই নিশ্চিত নয়।'
শেষ ষোলোর দ্বিতীয় লেগের চারটি ম্যাচ এখনো বাকি আছে। এরপর কোয়ার্টার ফাইনালের দুই লেগের আটটি ম্যাচ। সেমিফাইনালে চারটি আর ফাইনাল। সব মিলিয়ে ১৭টি ম্যাচ। এক শহরে আয়োজন করলেও সময় সাপেক্ষ ব্যাপার এটা। উয়েফা তাই চ্যাম্পিয়নস লিগের প্রথাগত ফরম্যাট ভাঙার চিন্তাও করছে। নকঅআউটের ম্যাচগুলো দুই লেগের না হয়ে হতে পারে একটি করে ম্যাচও!