পর্দার 'ধোনি'র মৃত্যুতে কাঁদছেন কোহলিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটা ঘুরছে। মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর মেয়ের সঙ্গে সুশান্ত সিং রাজপুত। এসব স্মৃতিই এখন তাঁর ভক্তদের সঙ্গী। ছবি: টুইটার
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটা ঘুরছে। মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর মেয়ের সঙ্গে সুশান্ত সিং রাজপুত। এসব স্মৃতিই এখন তাঁর ভক্তদের সঙ্গী। ছবি: টুইটার

কী হয়েছে পৃথিবীর! করোনাভাইরাসে এমনিতেই চলছে মৃত্যুর মিছিল। সে মিছিলে বিখ্যাতদের কেউ কেউ যোগ দিচ্ছেন স্বেচ্ছায়!'রুপালি পর্দায় ধোনি'খ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করলেন মাত্র ৩৪ বছর বয়সে। এমন মর্মান্তিক মৃত্যুর কী কারণ থাকতে পারে?

সময় হলেই তা হয়তো বেরিয়ে আসবে। আপাতত প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে শোকাতুর ভারতের ক্রিকেটকুল। সুশান্তের সঙ্গে ধাওয়ান-লক্ষ্মণদের অদৃশ্য যোগসূত্রের কারণ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত নীরাজ পাণ্ডে পরিচালিত 'এমএস ধোনি – দি আনটোল্ড স্টোরি' চলচ্চিত্র। ধোনির চরিত্রে অভিনয় করে স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছিলেন সুশান্ত। ভীষণ প্রশংসিত হয়েছিল। স্বয়ং ধোনি নিজে প্রশংসা করেছিলেন সুশান্তের অভিনয়ের। তাঁর অকাল প্রস্থানে ক্রিকেটারদের হৃদয় তো পুড়বেই।

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ সুশান্তের মৃত্যুতে শুধু ব্যথিত নন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথাও মনে করিয়ে দিয়েছেন। তাঁর টুইট, 'মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবার মনোযোগ দেওয়া উচিত। ভুক্তভোগীদের প্রতি সহনশীল হওয়া গুরুত্বপূর্ণ। সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা।' ভারতের কোচ রবি শাস্ত্রীর টুইট, 'সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক প্রস্থানে ভীষণ চমকে গেছি। অনেক সম্ভাবনাময় একটা জীবনের হঠাৎ পরিণতি ঘটল। তার পরিবার ও ভক্তদের জন্য সমবেদনা।'

ভারত জাতীয় দলের জার্সি পরা সুশান্তের এ ছবিটি টুইটারে পোষ্ট করেন রোহিত শর্মা। ছবি: টুইটার
ভারত জাতীয় দলের জার্সি পরা সুশান্তের এ ছবিটি টুইটারে পোষ্ট করেন রোহিত শর্মা। ছবি: টুইটার

বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের টুইট, 'আপনার সিনেমা আমার মতো অনেক ভক্তকে আনন্দ দিয়েছে। ক্রিকেটভক্ত হিসেবে আপনার মহেন্দ্র সিং ধোনির চরিত্রটি মনে রাখব। আপনার কঠোর পরিশ্রমের সাক্ষী এ সিনেমার সাফল্য। আমার শোক ও সমবেদনা রইল।'

ভারত জাতীয় দল এবং তার আশপাশের সবাই সমবেদনা জানিয়েছেন সুশান্তের আকষ্মিক মৃত্যুতে। ওপেনার শিখর ধাওয়ানের টুইট, 'হৃদয় বিদারক। বিশ্বাস হচ্ছে না! সুশান্ত সিং রাজপুতের পরিবারের জন্য মন থেকে সমবেদনা জানাচ্ছি। প্রার্থনা করছি। শান্তিতে থাকুন। ইশ্বর আপনার আত্মাকে শান্তি দিক।' হার্দিক পাণ্ডিয়ার টুইট, 'মন ভেঙে দেওয়া খবর। কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে। মিশুক ছিলেন। তার স্বজনদের প্রতি সমবেদনা। হৃদয়টা কাঁদছে।'

ভারত জাতীয় দলের জার্সিতে সুশান্তের একটি ছবি টুইটারে পোষ্ট করেন রোহিত শর্মা। লিখেছেন, 'এটা ভীষণ হতাশার। মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে। অসাধারণ অভিনেতা। শান্তিতে ঘুমাও ভাই।'

আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোও টুইট করেছে সুশান্তের মৃত্যুতে। সানরাইজার্স হায়দরাবাদ সুশান্তের একটি ছবি পোস্ট করে টুইট করে, 'খুব দ্রুত চলে গেলে।' কলকাতা নাইট রাইডার্সের টুইট, 'যে কোনো খবরের চেয়ে এটায় বেশি ধাক্কা লেগেছে। শান্তিতে ঘুমাও। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।'