মৃত্যু নিয়ে ঠাট্টা করে চাকরি হারালেন চিকিৎসক

সীমান্তে জওয়ানদের মৃত্যু ধাক্কা দিয়েছে ভারতবাসীকে। ছবি: এএফপি
সীমান্তে জওয়ানদের মৃত্যু ধাক্কা দিয়েছে ভারতবাসীকে। ছবি: এএফপি

সীমান্তে উত্তেজনা। এক দফা লড়াইও হয়ে গেছে ভারত–চীনের মাঝে। গত সোমবারের সংঘর্ষে নিহত হন একজন কর্নেলসহ ২০ ভারতীয় জওয়ান। পাঁচ দশক পর চীনের সঙ্গে এমন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল ভারত। করোনাভাইরাস সংক্রমণের সময়ে এমন বাড়তি সংকট উদ্বেগের কারণ হয়ে উঠেছে দেশটির জন্য। আর ঠিক এ পরিস্থিতিতেই কিনা সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে টুইট করে চাকরি হারালেন আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের চিকিৎসক!

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ সীমান্তের সংঘর্ষ চেন্নাই সুপার কিংসের চিকিৎসক মাধু থোত্তাপ্পিল্লিল টুইট করেন, ‘কৌতূহল জাগছে, এই কফিনগুলোও কি “প্রধানমন্ত্রী আপনাদের কথা ভাবে” স্টিকার লাগিয়ে ফেরত দেওয়া হবে (পরিবারের কাছে)?’ করোনায় নরেন্দ্র মোদির পদক্ষেপের সূত্র ধরেই টুইটে অমন খোঁচা।

কিছুক্ষণ পরই অবশ্য টুইটটা মুছে দেন থোত্তাপ্পিল্লিল। কিন্তু তার আগেই সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মানুষজন স্ক্রিনশট নিয়ে থোত্তাপ্পিল্লিলের টুইট ছড়িয়ে দেয় সবখানে। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে চাকরিচ্যুত করেছে চেন্নাই সুপার কিংস। এক টুইটে তারা বলেছে, ‘মাধু থোত্তাপ্পিল্লিলের ব্যক্তিগত টুইটের কথা জানত না চেন্নাই সুপার কিংস। দলের চিকিৎসকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস তাদের অজান্তে দেওয়া এমন বিকৃত টুইটের জন্য দুঃখিত।’

আজ আবার টুইটারে এসে থোত্তাপ্পিল্লিল তাঁর আগের সে টুইটের জন্য ক্ষমা চেয়েছেন। নিজের কাঁধে সব দায়িত্ব টেনে নিয়ে বলেছেন, ‘১৬ জুন আমি একটি টুইট করেছিলাম। যখন বুঝেছি টুইটের ভাষা অনাকাঙ্ক্ষিতভাবে অমার্জিত হয়ে গেছে, আমি তা মুছেও দিয়েছি। কিন্তু সে টুইটের স্ক্রিনশট ততক্ষণে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের মানুষ ও আর্মির দেখভালের যে কঠিন ও মহান দায়িত্ব আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ও সরকার পালন করছে, তাঁদের চেষ্টাকে আমি কখনোই ছোট করে দেখাতে চাইনি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার যে সাহসী লড়াই চালাচ্ছে, সেটাকে সব সময় সম্মান দেখিয়েছি আমি। এ বিরূপ পরিস্থিতিতেও সামরিক বাহিনীর যারা লড়াই চালাচ্ছেন তাদেরও সম্মান করি।’

নিজের টুইটের জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন থোত্তাপ্পিল্লিল, ‘যারা আমার টুইট পড়ে কষ্ট পেয়েছেন এবং রাগ করেছেন সবার কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমি ভুল করে টুইট করেছিলাম। কোনো সংগঠন বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতার সূত্র ধরে নিয়ে টুইট করিনি।’