বিশ্বকাপ বিক্রির প্রমাণ চান সাঙ্গাকারা

সে ফাইনালে হারের দায় এভাবে ঘাড়ে নিতে চান না সাঙ্গাকারা। ফাইল ছবি
সে ফাইনালে হারের দায় এভাবে ঘাড়ে নিতে চান না সাঙ্গাকারা। ফাইল ছবি

মাহিন্দানন্দ আলুতগামাগে বোমা ফাটিয়েছেন বললে অত্যুক্তি হয় না। শ্রীলঙ্কার সাবেক এই ক্রীড়ামন্ত্রী দাবি করেছেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ইচ্ছে করে হেরেছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে ম্যাচটি দলের সংশ্লিষ্টরা বিক্রি করেছেন এ মন দাবিই তুলেছেন এই রাজনীতিবিদ। নিজের অভিযোগে কোনো ক্রিকেটারের নাম বলেননি আলুতগামাগে, বলেছেন তাঁদের এখানে জড়াবেন না। কিন্তু কাঁদা ছোড়া হলে গায়ে তো লাগবেই। তাই সরব হয়েছেন ক্রিকেটাররা। কুমার সাঙ্গাকারা বলেছেন প্রমাণ দিয়ে এমন কিছু বলতে। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ফার্স্টকে আলুতগামাগে বলেছেন, '২০১১ বিশ্বকাপ পাতানো হয়েছিল। আমি যা বলেছি, তা জোর দিয়েই বলছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি।'

এখন নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী আরও বলেছেন, 'আমি দেশের স্বার্থে বিস্তারিত কিছু বলতে চাই না। ২০১১ সালে ভারতের বিপক্ষে আমরা জিততেই পারতাম কিন্তু ম্যাচটা পাতানো হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলছি, এবং এ নিয়ে বিতর্ক হলেও আমি কথা বলতে প্রস্তুত। মানুষ এ নিয়ে চিন্তিত। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে দলের কিছু অংশ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।'

এমন ভয়ংকর অভিযোগের ব্যাপারে সে সময়কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। নিউজ ফার্স্টকে সাবেক অধিনায়ক বলেছেন, 'এ নিয়ে আগে তদন্ত করা হোক, তাহলেই আর এ নিয়ে অযথা জল্পনা কল্পনা করতে হয় না। এখন সেটাই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ।'

সে ম্যাচে ৪৮ রান করেছিলেন অধিনায়ক সাঙ্গাকারা। আর সর্বোচ্চ স্কোরার ছিলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলা মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনে তো পুরো ব্যাপারটাকে হাস্যকর বলছেন, 'সামনে কী নির্বাচন আসছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়েছে। নাম আর প্রমাণ কই?' জয়াবর্ধনের টুইটের জবাবে সাঙ্গাকারা বলেছেন, 'তার উচিত ওনার কাছে থাকা “প্রমাণ” আইসিসি ও দুর্নীতি বিরোধী কমিশনের কাছে নেওয়া, যাতে ঠিকভাবে তদন্ত হয় সে ঘটনার।