মাশরাফি দ্রুত সেরে ওঠুক, প্রার্থনা রমিজ রাজার

মাশরাফির জন্য প্রার্থনা করছেন রমিজ রাজা। ফাইল ছবি
মাশরাফির জন্য প্রার্থনা করছেন রমিজ রাজা। ফাইল ছবি

করোনাভাইরাস তো আর মানুষ দেখে আসে না। পুরো বাংলাদেশেই যেখানে করোনার দাপট, ক্রীড়াঙ্গনও আর বাদ গেল না। সাবেক ক্রিকেটার আশিকুর রহমান, সজীব দাস, নাফিস ইকবালদের মতো আক্রান্ত হয়েছেন নাজমুল ইসলাম ও মাশরাফি বিন মুর্তজাও। আজ মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই তাঁর ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভকামনা জানিয়ে আসছেন। সে তালিকায় যোগ হয়েছে সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজার নামও।

ছোট্ট একটা টুইটেই মাশরাফিকে শুভকামনা জানিয়েছেন রমিজ। টুইটে লিখেছেন, ‘কোভিড-১৯ থেকে মাশরাফি যাতে শিগগিরই সেরে ওঠে সে জন্য মাশরাফিকে শুভকামনা জানাচ্ছি, আর অনেক অনেক প্রার্থনা করছি।’

ক্রিকেটার, আর বাংলাদেশের সফলতম অধিনায়কের পাশাপাশি এখন আরেকটা পরিচয়ও আছে মাশরাফির, তিনি নড়াইল-২ আসনের সাংসদ। করোনা সংক্রমন দেশে শুরু হওয়ার পর থেকেই তাঁর নির্বাচনী এলাকায় সেটি ঠেকাতে অনেক কাজ করে যাচ্ছিলেন মাশরাফি। পাশাপাশি ক্রিকেটার পরিচয় নিয়েও এগিয়ে এসেছেন মানুষের সাহায্যে। হাতের ব্রেসলেটটি বিক্রি করে দিয়েছেন দাতব্য কাজে, যা থেকে এসেছে ৪২ লাখ টাকা। এছাড়া অন্য ক্রিকেটারদের সঙ্গে তহবিল গঠনেও ভূমিকা রেখেছেন। সেই মাশরাফিই আজ করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার পর তাঁর ভক্ত-অনুসারীরা মুষড়ে পড়েছেন অনেকটাই, প্রার্থনাও করছেন।

মাশরাফি নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দিয়ে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’এরপরই সবাইকে বলেছেন এই বৈশ্বিক মহামারিকে হেলাফেলা না করতে। এমন অবস্থায় সবার সুস্থতার জন্যই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’