নাসের হুসেইনের খোঁচা, সৌরভের দারুণ জবাব

অতীত স্মৃতি নিয়ে সৌরভ গাঙ্গুলীর ধাতটা আবারও বুঝলেন নাসের হুসেইন। ছবি: এএফপি
অতীত স্মৃতি নিয়ে সৌরভ গাঙ্গুলীর ধাতটা আবারও বুঝলেন নাসের হুসেইন। ছবি: এএফপি

সৌরভ গাঙ্গুলী ও নাসের হুসেইন—দুজনই খেলার মাঠ ছেড়েছেন অনেক আগেই। সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। নাসের একজন সফল ধারাভাষ্যকার। কিন্তু ক্রিকেট মাঠের প্রতিযোগিতাপূর্ণ মনোভাবটা এখনো ধরে রেখেছেন দুজন। কাল যেমন টুইটারে খুনসুটিতে মেতেই নাসের যেন আবারও প্রমাণ পেলেন কেমন ধাতুতে গড়া সৌরভ।

১৯৯৬ সালের ভারত দলের ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় সৌরভের। প্রথম টেস্টেই লর্ডসে সেঞ্চুরি করেন কলকাতার মহারাজ। গতকাল সেই অভিষেক টেস্টে কিছু ছবি টুইট করে সৌরভ লিখেছিলেন, ‘অফিসে বসে নিজের অভিষেক ম্যাচে করা সেঞ্চুরি দেখছি। এর চেয়ে ভালো স্মৃতি আর হয় না।’

একই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সৌরভের বিপক্ষে খেলেছিলেন নাসের। অভিষেক টেস্টে সৌরভের মিডিয়াম পেস বোলিংয়ের কথা মনে করিয়ে একটু খোঁচাই দিলেন। নাসেরের টুইট ‘সেই ম্যাচের কোনো বোলিংয়ের ছবি দিলে না যে?’

সৌরভও যেন সুযোগের অপেক্ষায় ছিলেন। মজার ব্যাপার হচ্ছে টেস্ট ক্রিকেটে সৌরভের প্রথম উইকেট নাসের। সাবেক ইংলিশ অধিনায়কের টুইটের জবাবে ভারতের সাবেক অধিনায়ক লেখেন, ‘আমি সব সময়ই আমার বন্ধুদের প্রতি সদয়।’ সৌরভ এমন জবাব দেবেন, নাসের কি তা ভেবেছিলেন!

দুজনের বন্ধুত্বটা অবশ্য অনেক পুরোনোই। কিছু দিন আগে স্কাইস্পোর্টসের পডকাস্টে নাসের বলেছিলেন, ‘খেলা শেষ করার পর আমি আর সৌরভের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে। সে ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে সেটা অবিশ্বাস্য। আগে ভারতীয় দলের ক্রিকেটারা মাঠে এসে “শুভ সকাল মিস্টার নাসের”সুলভ আচরণ করত। সৌরভ ওদের মানসিকতা বদলে দিয়েছে।’