টেনিসে করোনার থাবা, এবার আক্রান্ত জোকোভিচ

দিমিত্রভ ও কোরিচের পর এবার করোনায় ধরল জোকোভিচকে। ছবি: এএফপি
দিমিত্রভ ও কোরিচের পর এবার করোনায় ধরল জোকোভিচকে। ছবি: এএফপি

আদ্রিয়া ট্যুর আয়োজন করে ভীষণ সমালোচিত হচ্ছিলেন নোভাক জকোভিচ। তাঁর আয়োজিত প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট খেলেই করোনা আক্রান্ত হয়েছিলেন গ্রিগর দিমিত্রভ ও বোরনা কোরিচ। এবার নিজেই করোনা আক্রান্ত হলেন জোকোভিচ। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে করোনা পরীক্ষায় পজিটিভ আসে এই সার্বিয়ান তারকার।

আদ্রিয়া ট্যুরে জোকোভিচসহ বিশ্বের শীর্ষ ২০ টেনিস খেলোয়াড়ের অনেকেই খেলেছিলেন। সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় আয়োজিত এই টুর্নামেন্টে জোকোভিচ, দিমিত্রভ, কোরিচ, শাসা জভেরভ, মারিন চিলিচদের এক সঙ্গে ফূর্তি করতে দেখা গিয়েছিল।
করোনার কারণে অনেক দিন কোর্টে টেনিস নেই। অনুশীলন ও খেলোয়াড়দের জড়তা কাটাতেই এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। কিন্তু সেটি উল্টো ফল ডেকে এনেছে।
সার্বিয়া ও ক্রোয়োশিয়ায় করোনার প্রকোপ কিছুটা কমেছে। এর পরপরই দুই দেশের সরকার লকডাউন তুলে নেয়। শিথিল করে করোনা বিধি। টুর্নামেন্টে কোনো সামাজিক দূরত্বের বিধি মানা হয়নি। গ্যালারিতে প্রায় হাজার পাঁচেক দর্শক উপভোগ করেছেন এটি। দিমিত্রভের আক্রান্ত হওয়ার পরপরই টুর্নামেন্টটি স্থগিত করে দেন আয়োজকেরা।