ক্রিকেটারদের জন্য করোনা অ্যাপ

ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ রাখতে বিসিবি বানিয়েছে এক অ্যাপ। ছবি: এএফপি
ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ রাখতে বিসিবি বানিয়েছে এক অ্যাপ। ছবি: এএফপি

করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে এবং তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দিতে এবার প্রযুক্তির সহায়তা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি করা হবে ‘এজ টেন’ নামক সফটওয়ার বা অ্যাপের মাধ্যমে। অ্যাপটি গতকালই দিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আপাতত জাতীয় পুলের ৪০ জন ক্রিকেটার থাকছেন এর আওতায়। পরে পরিধি আরও বাড়তে পারে।

করোনায় খেলা বন্ধ হওয়ার পর থেকেই ঘরবন্দী ক্রিকেটাররা। এই সময় খেলোয়াড়েরা ঘরে কীভাবে ফিটনেসের কাজ করবেন, কীভাবে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন, এসব নির্দেশনা আগেই দিয়েছে বিসিবি। এখন বিসিবি চাইছে, ক্রিকেটারদের শারীরিক ও মানসিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে। সে জন্যই অ্যাপের ব্যবস্থা।

বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ ধারণা দিলেন অ্যাপটি সম্পর্কে, ‘এতে আমরা ১৮টি প্রশ্ন রেখেছি। বেশির ভাগই কোভিডের উপসর্গবিষয়ক। কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা গায়ে ব্যথা আছে কি না, পাতলা পায়খানা হচ্ছে কি না, কোভিড–১৯ রোগীর সংস্পর্শে এসেছে কি না, মানসিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য খেলোয়াড়েরা এখানে দেবে। প্রতিদিন তারা তথ্যগুলো জানাবে। তাদের উত্তরের ওপর লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপটাই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে।’