পাকিস্তানে করোনাপরীক্ষার মান নিয়ে 'প্রশ্ন' হাফিজের

পাকিস্তানে করোনাপরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহাম্মদ হাফিজ। ছবি: এএফপি
পাকিস্তানে করোনাপরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহাম্মদ হাফিজ। ছবি: এএফপি

অনুমিত ঘটনাই ঘটল। মোহাম্মদ হাফিজের আচরণে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষার ফল সবাইকে জানানোর আগে তিনি বোর্ডকে দেখালেন না কেন?

ইংল্যান্ড সফরের আগে দেশে খেলোয়াড়দের দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করবে পিসিবি। প্রথম দফা পরীক্ষায় হাফিজসহ দলের মোট ১০ ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফদের একজন 'পজিটিভ' হন। পরের দিন হাফিজ ব্যক্তিগত উদ্যোগে অন্য জায়গায় পরীক্ষা করান এবং ফল 'নেগেটিভ' আসে। সেই রিপোর্টের কাগজ টুইটারে পোষ্ট করে এ অলরাউন্ডার জানিয়ে দেন তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ত্ব নেই। এরপরই টনক নড়ে পিসিবির।


পিসিবির পরীক্ষার ফলকে হাফিজ ভুল প্রমাণ করার পর বোর্ডও অন্য ব্যবস্থা নিয়েছে। 'পজিটিভ' হওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের শরীরে করোনার অস্তিত্ত্ব আছে কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে আবারও পরীক্ষা নেবে পিসিবি। এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।


সংবাদমাধ্যমটিকে একটি সূত্র জানিয়েছে, হাফিজের আচরণ মোটেও ভালো চোখে দেখছে পিসিবি। নেগেটিভ আসার ফল তিনি পিসিবিকে আগে না দেখিয়ে প্রকাশ করায় মনোক্ষুণ্ন বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেই সূত্রের ভাষ্য, 'পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান ফোনে হাফিজের সঙ্গে কথা বলেছেন। কোভিড-১৯ এর ফল জনসন্মুখে প্রকাশ করাটা তিনি ভালোভাবে নেননি তা জানিয়ে দিয়েছেন হাফিজকে। তার মতে এটা পাকিস্তানের (করোনা) পরীক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তোলা।'


হাফিজ এর জবাবে কী বলেছেন সে কথাও জানিয়েছে সূত্রটি, 'পজিটিভ আসার পর সে ভীষণ মানসিক চাপে ছিল জানিয়েছে। পরিবার সংক্রমিত হয়েছে কি না তা নিশ্চিত হতে দ্বিতীয়বার পরীক্ষা করানোর কথা বলেছে। নেগেটিভ আসার পর সে পিসিবির এক অফিশিয়ালের সঙ্গে যোগাযোগও করেছে। কিন্তু দ্রুত সাড়া না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে রিপোর্টটি প্রকাশ করেন।'


এদিকে হাফিজের আচরণ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা ক্রিকেট বাজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম, 'সে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করাতেই পারে। তবে এর আগে পিসিবির সঙ্গে তার কথা বলে নেওয়া উচিত ছিল। কারণ সে এখন আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। সংবাদমাধ্যমের কাছে নিয়মভাঙা হাফিজের জন্য এই প্রথম নয়। কেন্দ্রীয় চুক্তিতে সে নেই। কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়া মানে সব নিয়মই মানতে হবে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমরা দেখি কী করা যায় কারণ এটা অনেক সমস্যা তৈরি করেছে।'

কাল দ্বিতীয় দফা করোনাপরীক্ষা করবে পিসিবি। পজিটিভ ক্রিকেটারদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে যাঁর যাঁর শহরে। লাহোর থেকে ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে পাকিস্তান দল।