করোনা ছড়ানো নিয়ে চলছে দোষারোপের খেলা

এক টুর্নামেন্ট আয়োজন করেই সবার খলনায়ক হয়ে গেছেন জোকোভিচ। ছবি: টুইটার
এক টুর্নামেন্ট আয়োজন করেই সবার খলনায়ক হয়ে গেছেন জোকোভিচ। ছবি: টুইটার

আদ্রিয়া ট্যুর আয়োজন করে নোভাক জোকোভিচ কী ফাঁসাটাই না ফাঁসলেন! তাঁর তরফ থেকে আয়োজিত এই প্রদর্শনী টুর্নামেন্ট খেলে করোনায় আক্রান্ত হয়েছেন গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ ও ভিক্টর ত্রয়চেকি।পরে আক্রান্ত হন জোকোভিচও। এরপর জোকোভিচের কী সমালোচনা! কিন্তু তাঁর বাবার কথা শুনলে মনে হবে, সার্বিয়ান টেনিস তারকার কোনো দোষ-ই নেই।

জোকোভিচসহ বিশ্বের শীর্ষ ২০ টেনিস খেলোয়াড়দের মধ্যে অনেকেই ছিলেন এ টুর্নামেন্টে। করোনা মহামারি ঠেকানোর বিধি নিষেধ না মেনেই তা দেখেছেন দর্শকেরা। ছিল না কোনোরকম সামাজিক দুরত্বের বালাই। এতে করোনা ছড়িয়ে পড়ার পর ১৭ গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকার সমালোচনা হওয়াই স্বাভাবিক।

জোকোভিচ এ জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাঁর বাবা সারজান জোকোভিচ করোনা ছড়ানোয় ছেলের কোনো দোষ-ই দেখছেন না। তাঁর মতে, দোষটা বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভের। এ টুর্নামেন্ট বাতিল হওয়ার পেছনে দিমিত্রভকেই দুষছেন জোকোভিচের বাবা, 'এটা ঘটল কেন? কারণ ওই লোকটা (দিমিত্রভ) অসুস্থতা নিয়েই এসেছে। কে জানে কোত্থেকে! সে এখানে (সার্বিয়া) পরীক্ষা (করোনা) করায়নি। অন্য কোথাও করিয়েছে। এটা ঠিক হয়নি। সে ক্রোয়েশিয়া এবং আমাদের এখানে যারা পরিবারের মতো আছি তাদের ক্ষতি করেছে। এ ঘটনার পর সবাই খুব অসস্তিতে আছে।'

জোকোভিচের বাবা এমন কথা বলার পর তাঁকে ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরিয়স। কোর্টে নানা বিতর্কিত কর্মকাণ্ডে কিরিয়স নিজেও হরহামেশা সমালোচনা কুড়িয়ে থাকেন। ইনস্টাগ্রামে এক পোষ্টে কিরগিওস লেখেন, 'নাহ, দোষটা অন্যের কাঁধে চাপানোর চেষ্টা করো না।'

দিমিত্রভের এজেন্ট গিওর্গি স্টয়মনোভ অবশ্য দোষটা জোকোভিচদেরই ওপরই দিয়েছেন। তাঁর যুক্তি, 'দিমিত্রভ তিন মাস পুরোপুরি একা থাকার পর বেলগ্রেডে পা রেখেছে। এ কারণে বেলগ্রেড কিংবা জাদেরে তার পরীক্ষার দরকার পড়েনি।'

বেলগ্রেডে এ মাসের শুরুতে জোকোভিচের সঙ্গে একটি প্রদর্শনী বাস্কেটবল ম্যাচে হাত মেলাতে দেখা গেছে এনবিএ-র খেলোয়াড় নিকোলা জোকিচকে। ডেনভার নাগেটসের এ খেলোয়াড়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার জানা যায়, জোকোভিচ এবং তাঁর স্ত্রী কোভিড-১৯ পজিটিভ।