গার্দিওলা দেখালেন লিভারপুলের জয়ের 'প্রাণভোমরা' কী

চেলসির বিপক্ষে ম্যাচে কাল গালে হাত দিয়ে কি ভাবছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা? ছবি: টুইটার
চেলসির বিপক্ষে ম্যাচে কাল গালে হাত দিয়ে কি ভাবছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা? ছবি: টুইটার
>প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মতে লিভারপুল শিরোপা জিতেছে প্রিমিয়ার লিগের প্রতি অবিশ্বাস্য 'প্যাশন' দেখিয়ে

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

লিভারপুল বিশ্বাস করেছে তারা জিতবে। আর এ লক্ষ্যকে তারা ভালোবেসেছে মন প্রাণ উজার করে। ইংরেজিতে যা 'প্যাশন'। পেপ গার্দিওলা বলছেন, এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি লিভারপুল যে প্যাশন দেখিয়েছে ম্যানচেস্টার সিটি তার ধারে-কাছেও ছিল না। এ প্যাশনটুকুই লিভারপুলের লিগ জয়ের প্রাণভোমরা।

বেশ কয়েক বছর ধরে ম্যানচেস্টারের নীল অংশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মূল প্রতিদ্বন্দ্বী। লিভারপুল খুব কাছে গিয়েও শিরোপা হারিয়েছে সিটির কাছে। তাতে ৩০ বছরের অপেক্ষার জ্বালা আরও বেড়েছে। আর গভীর জ্বালা উপশমে গভীরতর পরিচর্যাই লাগে। এ মৌসুমে লিভারপুল নিজেদের সেই প্যাশনের পরিচর্যা কীভাবে করেছে তা বোঝালেন সিটি কোচ গার্দিওলা। কাল চেলসির কাছে সিটির হারে লিগ শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের।

হারের পর গার্দিওলা বলেন, 'আমাদের একই প্যাশন ছিল না। ওরা প্রতিটি ম্যাচ এমনভাবে খেলেছে যেন এটাই শেষ সুযোগ। এটাই বাস্তবতা। এখানে আমরা অনেক পিছিয়ে ছিলাম।' পয়েন্ট টেবিলও তাই বলছে। ৭ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় সিটির সঙ্গে ২৩ পয়েন্ট ব্যবধান শীর্ষস্থানীয় লিভারপুলের।

রাফায়েল বেনিতেজের টুইট। ছবি: টুইটার
রাফায়েল বেনিতেজের টুইট। ছবি: টুইটার

লিভারপুল সর্বশেষ যখন লিগ জেতে তখন এই প্রজন্মের ফুটবলপ্রেমীদের মধ্যে অনেকের জন্মই হয়নি। সেই দলের কোচ ছিলেন কেনি ডালগ্লিশ। লিভারপুলের এই কিংবদন্তি প্রশংসায় ভাসিয়ে দিলেন ইয়ুর্গেন ক্লপ এবং তাঁর দলকে, 'গত দুই বছর ধরেই ইয়ুর্গেন ক্লপ খুব ভালো করছে। সে অসাধারণ, লিভারপুলে সব কিছুর সঙ্গে আছে। যোগ্য হিসেবেই তারা এ সাফল্য পেয়েছে।'

অ্যানফিল্ডের ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো সাবেক কোচ রাফায়েল বেনিতেজের টুইট, 'লিভারপুলকে অভিনন্দন। ৩০ বছর পর স্বপ্ন সত্যি হলো। রেডসদের জন্য খুব ভালো লাগছে। তোমরা কখনো একা হাঁটবে না।'

স্কাই স্পোর্টসের ফুটবল পন্ডিত ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার জিমি ক্যারাঘার বলেন, 'ম্যানচেস্টার সিটি যা করেছে শিরোপা ধরে রেখে লিভারপুলের এই দলটা তা করতে চায়। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড যা করেছে সেখানে পৌঁছাতে চায় তারা। ইয়ুর্গেন ক্লপের দলের যে প্রাণশক্তি তাতে আমার মনে হয় না একটা শিরোপা যথেষ্ট।'

ফার্নান্দো তোরেসের টুইট। ছবি: টুইটার
ফার্নান্দো তোরেসের টুইট। ছবি: টুইটার