লিভারপুল শিরোপা জেতায় দুঃখ পেয়েছেন সুলশার

লিভারপুলের শিরোপাজয় হতাশা বাড়িয়ে দিয়েছে ইউনাইটেডের। ছবি: টুইটার
লিভারপুলের শিরোপাজয় হতাশা বাড়িয়ে দিয়েছে ইউনাইটেডের। ছবি: টুইটার

সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগ যুগে প্রথম শিরোপা জয়ের ইতিহাসেই সবচেয়ে দাপুটে লিগ জেতার রেকর্ডটাও করল ইয়ুর্গেন ক্লপের দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের এবার প্রিমিয়ার লিগ শিরোপা প্রাপ্য ছিল বলে স্বীকার করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার। কিন্তু এতেও দুঃখ কমছে না তাঁর।

গতকাল রাতে চেলসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ফলে ৭ ম্যাচ আগেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল। ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ স্তরের নাম পরিবর্তনের পর এই প্রথম লিগ শিরোপার ছোঁয়া পেল 'অল রেড'রা । এবার যেভাবে দাপট দেখিয়ে জিতেছে লিভারপুল, তাতে তাদের কৃতিত্ব দিতে আপত্তি নেই সুলশারের, 'যে দলই ইংলিশ প্রিমিয়ার লিগ জেতে, তারাই এর যোগ্য। ওদের কৃতিত্ব দিতেই হবে। এটা খুব কঠিন কাজ। ইয়ুর্গেন ও তাঁর খেলোয়াড়দের কৃতিত্ব এটা। যখনই অন্য কাউকে কোনো ট্রফি জিততে দেখবেন, সেটা আপনাকে দুঃখ দেয়। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জড়িত সবার - খেলোয়াড় ও সমর্থকদের সবার এমনটাই লাগছে। আমরা অবশ্যই আবার বিজয়ীরূপে ফিরতে চাই। এবং আপাতত এটাই আমাদের চ্যালেঞ্জ।'

লিভারপুল যতই দাপট দেখিয়ে জিতুক না কেন, সুলশারের ধারণা ক্লপের লিভারপুল কখনো স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেডকে ধরতে পারবে না। লিভারপুলকে ৩০ বছর ধরে শিরোপা না জেতার খোঁচা দিতেও ভুললেন না সুলশার, 'স্যার অ্যালেক্সের অধীনে আমরা যেটা করেছি, সেটা কারও পক্ষেই করে দেখানো সহজ নয়। শীর্ষে থাকার বিদ্যার গুরু ছিলেন স্যার অ্যালেক্স। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হলো লিগ জেতার জন্য আরও ২৬ বছর অপেক্ষায় না থাকা। আমরা চেষ্টা করব যেভাবেই হোক শিরোপা জেতার অপেক্ষা কমিয়ে আনতে অথবা (পারফরম্যান্সে) ওদের টপকে যাওয়ার।'