চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমান

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমান। ফাইল ছবি
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমান। ফাইল ছবি

অনেক বছর ধরেই ফুটবল অঙ্গনে তাঁকে দেখা যায়নি। বহুদিন পর আবার খবরে এলেন লুৎফর রহমান। স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত এই খেলোয়াড় ও সংগঠক আজ সকাল ৮-৪৫ মিনিটে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘ রোগভোগের পর যশোর লোন অফিস পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর। তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ওয়ারীর খেলোয়াড় ছিলেন। খেলতেন ফরোয়ার্ডে। তাঁর একমাত্র ছেলে তানভীর ক্রিকেট খেলেন।

অসুস্থ লুৎফর রহমানকে তাঁর বাসভবনে দেখতে গিয়েছিলেন যশোরের সাবেক ফুটবলার ও সংগঠক শফিকুজ্জামান।সংগৃহীত ছবি
অসুস্থ লুৎফর রহমানকে তাঁর বাসভবনে দেখতে গিয়েছিলেন যশোরের সাবেক ফুটবলার ও সংগঠক শফিকুজ্জামান।সংগৃহীত ছবি

যশোর থেকে লুৎফর রহমানের মৃত্যুর খবর জানিয়ে সাবেক ফুটবলার ও সংগঠক শফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ' অনেক দিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন। চলাচল শক্তি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে ৩০ লাখ টাকা দিয়ে সহায়তা করেছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। শেষ পর্যস্ত সুস্থ হলেন না। তাঁর মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তান হারাল। মুক্তিযুদ্ধে লুৎফর রহমানের অবদান কখনো ভোলার নয়।'