টেবিল টেনিস, বিলিয়ার্ডেই ব্যস্ত বাবর আজমরা

উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সংলগ্ন হোটেলে বন্দী সময় কাটছে ক্রিকেটারদের। ছবি: টুইটার
উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সংলগ্ন হোটেলে বন্দী সময় কাটছে ক্রিকেটারদের। ছবি: টুইটার

ইংল্যান্ড সফরের আগে দলের ১০ ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ হওয়াটা ছিল বড় খবর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরীক্ষার একদিন পরই মোহাম্মদ হাফিজ নিজে পরীক্ষা করিয়ে হলেন 'নেগেটিভ'! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য বেশ বিব্রতকর এক ঘটনাই বটে । তা এত কিছু পেছনে ফেলে ইংল্যান্ড পৌঁছে সময়টা কেমন কাটছে বাবর আজম-আজহার আলীদের?

লাহোর থেকে পাকিস্তান ক্রিকেট দলকে ইংল্যান্ড নিয়ে যেতে ভাড়া করা উড়োজাহাজ পাঠায় ইংলিশ ক্রিকেট বোর্ড। ম্যানচেস্টার হয়ে পাকিস্তান দল এখন উস্টারশায়ারে। উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সংলগ্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ৩১ সদস্যের দলটি। অনেকটা বন্দী সময়ই কাটছে তাদের সেখােন।

বিলিয়ার্ড খেলে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ছবি: টুইটার
বিলিয়ার্ড খেলে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ছবি: টুইটার

নিজেদের অফিশিয়াল টুইটার পেজে উস্টারের হোটেলে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ও ভিডিও পোস্ট করেছে পিসিবি। টেবিল টেনিসসহ বিভিন্ন ইনডোর গেম খেলতেই ব্যস্ত সেখানে ক্রিকেটারেরা। ছবিতে দেখা গেছে, উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠে ব্রিফিংয়ের সময়ও সামাজিক দূরত্ব মেনে বসেছেন খেলোয়াড়েরা। খেলার আগে হবে করোনা পরীক্ষাও। আগস্টে সিরিজ শুরুর আগে পাকিস্তানি খেলোয়াড় ও কোচিং স্টাফদের দুইবার করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে। ইসিবির সেই পরীক্ষা দুইবারই 'নেগেটিভ' আসা খেলোয়াড়েরাই কেবল সিরিজে অংশ নিতে পারবেন। ১৩ জুলাই ক্রিকেটাররা ডার্বিশায়ারের উদ্দেশে রওনা হবে। সেখানেই চলবে পাকিস্তান দলের অনুশীলন পর্ব।

উস্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলোয়াড়েরা ব্রিফিং শুনছেন। ছবি: পিসিবি টুইটার
উস্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলোয়াড়েরা ব্রিফিং শুনছেন। ছবি: পিসিবি টুইটার

ওদিকে ইংল্যান্ড রওনা হওয়ার আগে করোনা পজিটিভ হওয়া ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ এখন করোনা 'নেগেটিভ' বলে জানিয়েছে পিসিবি। তবে তাদের আরও একটি পরীক্ষা হবে। সেটিতেও 'নেগেটিভ' এলেই কেবল তারা ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন।