জোকোভিচের দায় নিজের কাঁধে নিচ্ছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

সার্বিয়ার প্রধানমন্ত্রী ব্রানাভিচ। ফাইল ছবি
সার্বিয়ার প্রধানমন্ত্রী ব্রানাভিচ। ফাইল ছবি

চারদিকে ‌‘ছি ছি’ একটা রব উঠেছে। নোভাক জোকোভিচের দিকে সমালোচনার তির ছুড়ছেন সবাই। তাঁর আয়োজন করা টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরে খেলতে গিয়ে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন শীর্ষ টেনিস খেলোয়াড়। করোনাভাইরাস মহামারির এই সময়ে এভাবে টুর্নামেন্ট আয়োজন করার জন্যই সার্বিয়ান টেনিস তারকার সমালোচনা হচ্ছে।

তবে কঠিন এই সময়ে সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রানাভিচকে পাশে পেলেন জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকার দায়টা একপ্রকার নিজের কাঁধে নিয়ে নিলেন ব্রানাভিচ। সবাইকে উদ্দেশ করে বলেছেন, জোকোভিচকে এভাবে দায় না দিয়ে যা ঘটেছে তার জন্য সবাই তাঁকেও দুষতে পারেন! পিংক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রানাভিচ বলেছেন, ‌‘সে (জোকোভিচ) তো মানুষের ভালোর জন্যই কিছু করতে চেষ্টা করেছিল।’

মূল কথাটা ব্রানাভিচ এরপরই বলেছেন, ‌‘রাজনীতিকে পাশে সরিয়ে রেখে সে তরুণ এবং প্রতিষ্ঠিত নন এমন টেনিস খেলোয়াড়দের সাহায্য করতে চেয়েছিল। (ওই টুর্নামেন্টের মাধ্যমে) মানবিক কাজে অর্থ তুলতে চেয়েছিল। মানুষ যদি প্রধানমন্ত্রী হিসেবে দায়টা আমার কাঁধে দিয়ে নোভাক জোকোভিচকে শান্তিতে থাকার জন্য ছেড়ে দেয় তাহলেই খুশি হব।’

জোকোভিচ আয়োজিত আদ্রিয়া ট্যুরে খেলতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন গ্রিগর দিমিত্রভ, বর্না কোরিচ ও ভিক্তর ত্রোইচি। পরে জানা গেছে জোকোভিচ আর তাঁর স্ত্রীও করোনা পজিটিভ। এ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন টুর্নামেন্টটি দেখতে যাওয়া এনবিএ তারকা নিকোলা জোকিচ।

ব্রানাভিচের আগে জোকোভিচের পাশে দাঁড়িয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সার্বিয়ান ফুটবলার নেমানিয়া মাতিচও। স্কাই স্পোর্টসকে মাতিচ বলেছিলেন, ‌‘মানুষকে বুঝতে হবে সার্বিয়ার পরিস্থিতি তখন এখানকার (ইংল্যান্ড) চেয়ে ভালো ছিল। দেশে সবাইকে অবাধ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। শপিং সেন্টার ও রেস্তোরাঁসহ সবকিছু খোলা ছিল।’