'সৌরভ' আর 'দ্রাবিড়' দুজনেই ছিলেন ধোনির অধিনায়কত্বে

সৌরভ আর রাহুল দ্রাবিড় দুজনেরই অধিনায়কত্বের গুণাবলীর মিশ্রণ ঘটেছিল ধোনির অধিনায়কত্বে। ফাইল ছবি
সৌরভ আর রাহুল দ্রাবিড় দুজনেরই অধিনায়কত্বের গুণাবলীর মিশ্রণ ঘটেছিল ধোনির অধিনায়কত্বে। ফাইল ছবি

কিছুদিন আগে সাবেক ব্রাজিলীয় ফুটবল তারকা টোস্টাও একটা মন্তব্য করেছিলেন। ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা বলেছিলেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে এক সঙ্গে করলে এক পেলে হন। ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি হচ্ছেন মেসি আর রোনালদোর যোগফল।

ক্রিকেটেও প্রায় একই রকম এক সমীকরণ টানলেন সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত। তাঁর মতে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব হচ্ছে সৌরভ গাঙ্গুল আর রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্ব গুণাবলীর যোগফল। ধোনির অধিনায়কত্বে সৌরভও ছিলেন, দ্রাবিড়ও ছিলেন।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ। সে আসরে রাহুল দ্রাবিড়ের অনুরোধেই খেলেননি সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারদের মতো তারকারা। দ্রাবিড় নিজেও খেলেননি, অথচ, তাঁর কিছু দিন আগেই দ্রাবিড়ের অধিনায়কত্বেই ইংল্যান্ডের মাটিতে ভারত পেয়েছিল ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের গৌরব। তবে বড় দায়িত্ব হাতে পেয়ে ধোনি যে হতাশ করেননি, সে সাক্ষী তো ইতিহাসই দিচ্ছে। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ম্যানেজার ছিলেন লালচাঁদ। তিনি সেবার ধোনিকে দেখেছিলেন খুব কাছ থেকেই।

এ লাইভ চ্যাটে তিনি বলেছেন, 'ধোনির প্রকৃতি খুবই ধীর। ভেবেচিন্তে সব কাজ করে সে। প্রয়োজনে সে আগ্রাসীও হয়। আমি তাঁর মধ্যে সৌরভ গাঙ্গুলী আর রাহুল দ্রাবিড়ের গুণাবলীর মিশ্রণ দেখতে পাই। রাহুল ছিল ধীর প্রকৃতির, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অধিনায়ক।'

সৌরভ সব সময়ই আগ্রাসী অধিনায়ক ছিলেন। অনেকেই বলেন, তাঁর সময়ই ভারত 'ভয়ডরহীন' ক্রিকেট খেলাটা রপ্ত করে নিয়েছিল। সেটা লালচাঁদও মনে করেন, 'সৌরভের আগ্রাসী অধিনায়কত্ব ভারতকে বদলে দিয়েছিল। সে খুবই ইতিবাচক মানসিকতার খেলোয়াড়। সে খেলোয়াড়দের মধ্যে তাঁর ইতিবাচক মানসিকতা ঢুকিয়ে দিতে পারত। ধোনি সেটাই এগিয়ে নিয়ে গেছে।'

ধোনিকে কখনো মাঠে খেলোয়াড়দের সঙ্গে চিৎকার–চেচামেচি করতে দেখেননি লালচাঁদ, 'ধোনি কখনো কোনো খেলোয়াড়ের ওপর চিৎকার করে না। মাঠের মধ্যে কাউকে গালমন্দ করে না। সে সব সময় শান্ত থাকে। খেলোয়াড়েরাও তাঁর ওপর খুশি থাকে। দলের সবাই পছন্দ করত বলেই ধোনি এত সফল হয়েছিল।'