'সৌরভের ভারত টেস্টে কোহলির ভারতকে হারিয়ে দিত'

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি

অধিনায়ক হিসেবে ভারতের হয়ে টেস্ট জয়ের সংখ্যা যদি হয় বিবেচ্য, বিরাট কোহলি অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন। এরই মধ্যে ৩৩টি টেস্ট জিতেছেন কোহলি— ভারতের অধিনায়কদের ইতিহাসে সর্বোচ্চ। দুইয়ে মহেন্দ্র সিং ধোনি, জিতেছেন ২৭ টেস্ট। ২১টি টেস্ট জিতিয়ে সৌরভ গাঙ্গুলী আছেন তিন নম্বরে।

কিন্তু কোহলির সময়ের বর্তমান ভারত দল যদি টেস্টে মুখোমুখি হতো সৌরভের সময়ের ভারত দলের? দুজনের নেতৃত্বগুণ বিবেচনায় নিয়ে আকাশ চোপড়া বলছেন, জিতে যেত সৌরভের দল।
কোহলি দলকে জেতাচ্ছেন বটে, কিন্তু এখনো ভারতের সেরা অধিনায়কদের তালিকায় সবার আগে ধোনি নয়তো সৌরভের নামই আসে। তিনি ভারতের গায়ে সেঁটে থাকা ‘ঘরে বাঘ, বিদেশে বিড়াল’ তকমা সরিয়ে দিয়েছেন, বিদেশের মাটিতে জিততে শিখিয়েছেন। সে পথ ধরে ধোনি দলকে টেনে নিয়ে গেছেন বহুদূর। সৌরভের বিছিয়ে যাওয়া পথেই কোহলি-ধোনিদের সাফল্য।

সেদিকটিই প্রথমে চোখে পড়ছে আকাশ চোপড়ার। বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে সুনাম কুড়ানো সাবেক ভারতীয় ব্যাটসম্যানের চোখে, কোহলির অধীনে ভারত শুধু ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে স্মিথ-ওয়ার্নারহীন সেই দলের বিপক্ষে জয় ছাড়া আর তেমন কিছু দেখাতে পারেনি টেস্টে।

ভারতীয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট স্পোর্টস কীড়াতে আকাশ চোপড়ার চোখে সৌরভের সময়ের সময়ের বিশ্লেষণ, ‘আমরা তখন অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজে ড্র করেছি। পাকিস্তানে গিয়ে ওদের হারিয়েছি। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজ জিতেছি, অন্যটি ড্র করেছি। সৌরভ গাঙ্গুলীর দল ইংল্যান্ডেও সিরিজ ড্র করেছে। বেশ ভালো একটা দল ছিল সেটা, যে দলটা আমাদের শিখিয়েছে কীভাবে বিদেশের মাটিতে জিততে হয়।’

তুলনায় কোহলির অধীন দলটা যদিও এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে, তবু যেন আকাশ চোপড়ার মন পাচ্ছে না। ‘বিরাট কোহলির দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়েছে, ভারতের ক্রিকেট ইতিহাসে যে কীর্তি শুধু এই দলটারই আছে। কিন্তু ওরা দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছে, ইংল্যান্ডে তো বেশ বাজেভাবে হেরেছে। দক্ষিণ আফ্রিকায় জয়ের কাছাকাছি এলেও ২-১ ব্যবধানে হেরেছে’— বললেন আকাশ চোপড়া। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ২-০ ব্যবধানে কোহলিদের নাস্তানাবুদ হওয়াটাও হয়তো প্রভাব ফেলেছে তাঁর বিশ্লেষণে।
তা মুখোমুখি হলে কোহলি আর সৌরভের অধীন দল দুটি কেমন হতো, সেটিও জানিয়েছেন আকাশ চোপড়া। তাঁর অনুমিত একাদশে সৌরভের দলে নিজেকেও রেখেছেন!

সৌরভের একাদশ:
বীরেন্দর শেবাগ, আকাশ চোপড়া, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী, পার্থিব প্যাটেল, হরভজন সিং, অনিল কুম্বলে, জহির খান, অজিত আগারকার।

কোহলির একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি/যশপ্রীত বুমরা।