সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বাইরে প্রতিবাদ

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসছেন সাঙ্গাকারা। ছবি: টুইটার
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসছেন সাঙ্গাকারা। ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে কাল রাত থেকেই একটি ছবি ঘুরছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসছেন কুমার সাঙ্গাকারা। দেশটির সংবাদকর্মী রেক্স ক্লেমেন্টাইন তো টুইটে সরকারকে এ জন্য জনসমক্ষে ক্ষমাও চাইতে বলেছেন। বোঝাই যাচ্ছে, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রি’র অভিযোগ ওঠার পর ঝড় বইছে লঙ্কান ক্রিকেটে।

সাঙ্গাকারাকে আপাতত এ ঝড়-ঝাপটা সামলাতে হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাল লঙ্কান গোয়েন্দারা তাঁকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর নেতৃত্বে ম্যাচ পাতানোর বিস্ফোরক অভিযোগ ওঠার পর এ ঝড় সামলাতে হচ্ছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে।

শুধু সাঙ্গাকারাই নন, ৯ বছর আগের সেই ফাইনালে শ্রীলঙ্কার সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকেও ডেকেছিল ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত বিভাগ। আজ জয়াবর্ধনে সেখানে হাজির হলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে তাঁকে ডাকা হবে বলে জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম। এদিকে জয়াবর্ধনে জানিয়েছেন, তাঁকে আনুষ্ঠানিকভাবে ডাকেনি বিশেষ তদন্ত বিভাগ।


২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। পুলিশের বিশেষ তদন্ত বিভাগ সে ম্যাচের নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সাঙ্গাকে। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমকে সাঙ্গাকারা বলেন, ‘এখানে জবানবন্দি দিতে এসেছিলাম। কারণ, খেলাটার প্রতি আমার দায়িত্ববোধ ও সম্মান আছে। (শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী) মহিন্দানন্দ আলুথাগমাগে যে অভিযোগ তুলেছেন, আশা করি, তদন্তে সত্য উদ্‌ঘাটিত হবে।’ কী কী জিজ্ঞাসা করা হয়েছে, এ নিয়ে কিছু বলেননি সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার সাবেক ওপেনার উপুল থারাঙ্গাকে প্রথমে ডেকেছিল পুলিশের বিশেষ বিভাগ। ফাইনালে তিনি ছিলেন দলের ওপেনার। তখন লঙ্কানদের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকেও প্রায় ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

২০১১ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন আলুথাগমাগে। গত মাসে তিনি অভিযোগ তোলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রি’ করেছে শ্রীলঙ্কা দল। সেই ম্যাচের ফল নিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও এর আগে প্রশ্ন তুলেছেন। বর্তমানে এমসিসি সভাপতি সাঙ্গাকারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে বলেছিলেন, আলুথাগমাগের অভিযোগ আইসিসিতে তোলা উচিত।

সাবেক ক্রিকেটারদের হয়রানির প্রতিবাদ চলছে শ্রীলঙ্কায়। ছবি: টুইটার
সাবেক ক্রিকেটারদের হয়রানির প্রতিবাদ চলছে শ্রীলঙ্কায়। ছবি: টুইটার

ফাইনালে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। ভারতের ইনিংসে তাদের শুরুটাও ছিল দারুণ। কিন্তু বাজে ফিল্ডিং ও বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ওই ম্যাচের পর দায়িত্ব ছাড়েন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে।

ফাইনালে টস নিয়ে বিতর্ক আছে। কারণ, টস করতে হয়েছে দুবার। রেফারি জেফ ক্রো শুনতে পাননি সাঙ্গা ‘হেড’ চেয়েছিলেন মুদ্রা নিক্ষেপে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তিনি আবারও টস করতে বলেন। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন সাঙ্গা। স্থানীয় সংবাদমাধ্যম তাঁর সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি। কারণ, শ্রীলঙ্কা তখন রান তাড়ায় খুব ভালো বলে মনে করা হতো।

এদিকে সাঙ্গাকারাদের পক্ষে অবস্থান নিয়েছেন কেউ কেউ। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে চলছে প্রতিবাদ। সাবেক ক্রিকেটারদের হয়রানির বিপক্ষে তাদের এই কর্মূসচি।